নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালের বাকেরগঞ্জে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (১২ জুলাই) ইলেকট্রিক পণ্য বিক্রির শোরুম থেকে লাশটি উদ্ধার করা হয়।
মৃত যুবক রাকিবুল বরিশাল নগরীর ভাটিখানা এলাকার বাসিন্দা। তিনি শোরুমটির স্টাফ ছিলেন। লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে পুলিশ। তবে তাৎক্ষণিকভাবে যুবকের মৃত্যুর রহস্য সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।
পুলিশ জানায়, স্টাফ রাকিবুল রাতে শোরুমেই ঘুমাতেন। সোমবার সকালে প্রতিষ্ঠানটির ম্যানেজার মাশফিক সরদার শোরুম বন্ধ দেখে বাইরে থেকে যুবককে ডাকাডাকি করতে থাকেন। কিন্তু সাড়াশব্দ না পেয়ে সাটার ভাঙা হয়। পরে ভেতরে প্রবেশ করে রাকিবকে ফ্যানের সাথে ঝুলতে দেখেন। খবর পেয়ে লাশ উদ্ধার করে পুলিশ।
বাকেরগঞ্জ থানার ওসি আলাউদ্দিন মিলন জানান, লাশ উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। তবে যুবকের মৃত্যুর কারণ সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি।