সিটিজেন ফাউন্ডেশনের উদ্যোগে সচেতনতামূলক প্রচারণা ও মাস্ক বিতরণ
নিজস্ব প্রতিবেদক ॥ করোনার সংক্রমণ প্রতিরোধে ঝালকাঠির নলছিটিতে সচেতনতামূলক প্রচারণা ও মাস্ক বিতরণ করা হয়েছে।
রোববার বিকালে সিটিজেন ফাউন্ডেশনের উদ্যোগে উপজেলার কুশঙ্গল ইউনিয়নের মানপাশা বাজারে মানুষজনকে সচেতন করতে মাইকিং করা হয়। পথচারীদের মাঝে মাক্স বিতরণ করে সংগঠনের সদস্যরা।
এসময় কুশঙ্গল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন সিকদার, সিটিজেন ফাউন্ডেশনের সদস্য সচিব ইঞ্জি. গোলাম মাওলা শান্ত, যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান, সাইদুল ইসলাম, এস.আর সোহেল, সদস্য আরিফুর রহমান, পৌর কমিটির সভাপতি শরিফুল ইসলাম পলাশ, প্রচার ও প্রকাশনা সম্পাদক গাজী আরিফুর রহমান, কুশঙ্গল ইউনিয়ন শাখার যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান জামাল, সদস্য সচিব তুহিন মিত্র প্রমুখ উপস্থিত ছিলেন।