বেতাগীতে অগ্নিকান্ডে ২ টি দোকান পুড়ে ছাই , আহত ১

দেশ জনপদ ডেস্ক | ১৮:৫৭, জুলাই ১১ ২০২১ মিনিট

নিজস্ব প্রতিবেদক ॥  বরগুনা বেতাগীতে আকস্মিকভাবে আগুনে পুড়ে দুটি দোকান ছাই হয়ে গেছে। আজ রোববার (১১ জুলাই) সকাল সাড়ে ৯ টায় উপজেলার কাজিরাবাদ ইউনিয়নের মন্নানের হাট এলাকায় এ দূর্ঘটনাটি ঘটে। এ সময় ১ আহত হওয়ার খবর পাওয়া গেছে। জানা যায়, রোববার সকাল সাড়ে ৯ টায় উপজেলার কাজিরাবাদ ইউনিয়নে মন্নানের হাট এলাকায় হঠাৎ মো. মানিক হোসেনের মুদি দোকান এবং পাশের সুশেন এর ফার্মেসিতে আগুন লাগে। আগুন দেখে স্থানীয় লোকজন ছুটে এসে আগুন নিভানোর চেষ্টা করে। তবে ফায়ার সার্ভিস আসার আগেই দোকান দুটি পুড়ে ছাই হয়ে যায়। এ র্দূঘটনায় কোনো হতাহতের ঘটনা না ঘটেনি। তবে মুদি ব্যবসায়ী মানিক হোসেন (২৭) আগুন নিভাতে গিয়ে গুরুতর আহত হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে,তাকে চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয়ে (শেবাচিমে) পাঠানো হয়েছে। এ বিষয়ে ফায়ার সার্ভিসের কর্মকর্তা মো. মিজান সালেহ বলেন, আগুন লাগার পর সাথে সাথে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে কি কারণে আগুন লেগেছে তা এখনও বোঝা যাচ্ছে না। ঘটনার পরপরই পুলিশ, উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও বরগুনা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ঘটনাস্থল পরিদর্শন করেন। জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নাহিদ মাহামুদ হোসেন লিটু জানান, দুর্ঘটনার খবর পেয়েই আমি তাৎক্ষনিক ঘটনাস্থলে ছুটে আসি। এ সময় আমি ব্যক্তিগত তহবিল থেকে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী মানিক ও সুশেনকে ১৫ হাজার টাকার আর্থিক সহায়তা প্রদান করি। এ বিষয় উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মাকসুদুর রহমান ফোরকান বলেন, ‘ক্ষতিগ্রস্থ দুই ব্যবসায়ীকে উপজেলা পরিষদের পক্ষ থেকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।’