বরিশালে ভাসমান মানুষদের মুখে খাবার তুলে দিলো পুনাক

দেশ জনপদ ডেস্ক | ১৭:৪৫, জুলাই ১১ ২০২১ মিনিট

নিজস্ব প্রতিবেদক ॥  করোনা মহামারিতে যখন বিশ্বজুড়ে হাহাকার ঠিক একই অবস্থায় বাংলাদেশ। চলছে করোনার ৩য় ঢেউ। সরকার দিয়েছে লকডাউন ঠিক তখনেই সুবিধা বঞ্চিত মানুষের রান্না করা খাবার বিতরণ করলেন বিএমপি পুলিশের নারী সদস্যদের সংগঠন পুনক। আজ রবিবার(১১ জুলাই) বেলা ১২ টায় বরিশাল নগরীর নথুল্লাবাদ বাসস্ট্যান্ডে থাকা ভাসমান সুবিধাবঞ্চিতদের মাঝে খাদ্য বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল মেট্টোপিলটন পুলিশের কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম-বার এর সহধর্মিনী পুনাক সভানেত্রী আফরোজা পারভীন। এ-সময় তিনি বলেন, “যে-কোন দুর্দিনে ‘পুনাক ‘ সবসময়ই সুবিধা বঞ্চিতদের পাশে আছে, থাকবে, সাধ্যমত নিজ নিজ অবস্থান থেকে সমাজের সামর্থ্যবানদের চারপাশে থাকা সুবিধা বঞ্চিতদের প্রতি এগিয়ে আসার আহ্বান জানান। এসময়ে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার প্রলয় চিসিম এর সহধর্মিনী পুনাক সহ সভানেত্রী স্বাতীরেমা, উপ-পুলিশ কমিশনার ট্রাফিক মোঃ জাকির হোসেন মজুমদার পিপিএম এর সহধর্মিণী ফারহানা শারমিন হোসেন, পুনাক বিএমপি উৎপাদন সম্পাদিকা ও সদ্য পদায়িত সাধারণ সম্পাদিকা সুবর্ণা আক্তার সম্পা (সহধর্মিণী উপ-পুলিশ কমিশনার ক্রাইম অপারেশন এন্ড প্রসিকিউশন খান মুহাম্মদ আবু নাসের), মোছাম্মাত শারমিন আক্তার (সহধর্মিনী উপ-পুলিশ কমিশনার গোয়েন্দা ও উত্তর বিভাগ বিএমপি মনজুর রহমান পিপিএম-বার), তাহামিনা এনি (সহধর্মিণী অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সদর-দপ্তর মোঃ রেজাউল করিম), অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার উত্তর রুনা লায়লা, সহকারী পুলিশ কমিশনার কোতোয়ালি মডেল থানা সহ অন্যান্য নেত্রীবৃন্দ।