চরফ্যাসনে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ১, আহত ৪

দেশ জনপদ ডেস্ক | ১৮:২৪, জুলাই ০৮ ২০২১ মিনিট

নিজস্ব প্রতিবেদক ॥ ভোলার চরফ্যাসনে সুপারি গাছ কাটার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সালেয়া বেগম (৬৫) নামের এক বৃদ্ধ মহিলার মৃত্যু হয়েছে, আহত হয়েছে আরো ৪ জন। বৃহস্পতিবার (৮ জুলাই) উপজেলার দক্ষিণ আইচা থানার উত্তর চরমানিকা ২নং ওয়ার্ডে মীরা বাড়ীতে এ ঘটনা ঘটে। নিহত সালেয়া বেগম ওই এলাকার মৃত ফজর আলীর স্ত্রী। জানা যায়, উত্তর চরমানিকা ইউনিয়ন ২নং ওয়ার্ডের মীরা বাড়ির কাঞ্চন বদ্দির ঘরের পাশে সুপারি গাছ কাটার সময় বিদ্যুৎতের তারের ওপর সুপারি গাছ পরে বিদ্যুতায়িত হয়ে সালেয়ার মৃত্যু হয়। এ সময় সালেয়াকে উদ্ধার করতে আশা একই বাড়ির কাঞ্চন বদ্দি, ইব্রাহিম খাঁন, সিদ্দিক খাঁন এবং জোছনা নামের চারজন আহত হয়। আহতদেরকে তাদের আত্মীয়-স্বজন উদ্ধার করে চরফ্যাসন হাসপাতালে ভর্তি করে। দক্ষিণ আইচা থানার (ওসি) হারুন অর রশিদ  জানান, বিষয়টি শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। কোন অভিযোগ না থাকায় নিহতের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।