চরফ্যাশনে পানিতে ডুবে শিশুর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক ॥ ভোলার চরফ্যাশনে পুকুরের পানিতে ডুবে শাকিল (৮) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৮ জুলাই) দুপুরে উপজেলার আয়শাবাগ গ্রামে এ ঘটনা ঘটে।
শাকিল ওই গ্রামের হানিফ মিয়াজীর ছেলে। জানা গেছে, দুপুরে বাড়ির উঠানে খেলার সময় সবার অজান্তে পাশের পুকুরের পানিতে পড়ে ডুবে যায় শাকিল।
পরে শিশুটিকে বাড়ির উঠানে না দেখে খোঁজ শুরু করে পরিবার লোকজন। একপর্যায়ে পুকুর থেকে শাকিলের মরদেহ উদ্ধার করা হয়।
চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।