পিরোজপুরে ইউএনও’র বদলী ঠেকাতে শত শত গ্রামবাসীর মানববন্ধন

দেশ জনপদ ডেস্ক | ১৭:২৩, জুলাই ০৮ ২০২১ মিনিট

নিজস্ব প্রতিবেদক ॥ পিরোজপুরের ইন্দুরকানী উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মুহাম্মদ আল-মুজাহিদ’দের বদলী ঠেকাতে মানববন্ধন করেছে শত শত এলাকাবাসী । আজ সকাল ১১টার দিকে ইন্দুরকানী উপজেলা পরিষদ মাঠে বিভিন্ন গ্রাম থেকে লোকজন এসে ঝরো হয়ে মানববন্ধন কর্মসূচি পালন করে। এসময় তারা দাবি করে বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আল-মুজাহিদ একজন ভালো মানুষ। তিনি ইন্দুরকানী উপজেলার বেশকিছু উন্নয়নমূলক কাজ শুরু করেছেন। এখন তাকে বদলী করা হলে উন্নয়নমূলক কাজ বাধাগ্রস্ত হতে পারে। মানববন্ধনে বক্তারা আরো জানান,তার বদলী ঠেকাতে আরো কর্মসূচি হাতে নিবেন এলাকাবাসী তবুও ইউএনও আল-মুজাহিদকে এই উপজেলায় কর্মরত হিসাবে দেখতে চান তারা। এদিকে গত মাসের ২৮শে জুন জনপ্রশাসন মন্ত্রণালয়ের স্মারকের আদেশে ইন্দুরকানী উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মুহাম্মদ আল-মুজাহিদকে বরগুনার পাথরঘাটা উপজেলায় বদলী ও বরিশাল বিভাগীয় কমিশনার কার্যালয়ের কর্মরত লুৎফুন্নেসা খানমকে ইন্দুরকানী উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসাবে যোগদান করতে বলা হয়েছে। আর আজ দায়িত্ব বুঝে নেওয়ার কথা রয়েছে নবনিযুক্ত উপজেলা নির্বাহী অফিসার লুৎফুন্নেসা খানম।