বরিশাল-ঢাকা মহাসড়কের পাশে অজ্ঞাত ব্যক্তির মৃতদেহ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদীর গাইনেরপার নামক স্থান থেকে ৫০ বছর বয়সী অজ্ঞাত ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। গৌরনদী হাইওয়ে থানা সড়ক দুর্ঘটনায় মারা যেতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন। তবে এলাকাবাসী বিষয়টি ক্ষতিয়ে দেখার দাবি জানিয়েছে। এর আগে ওই এলাকায় আরো চারটি অজ্ঞাতপরিচয় লাশ উদ্ধার হয়েছে।
আজ বুধবার সকালে গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম ভূইয়া জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে মঙ্গলবার রাত ১০টার সময় অজ্ঞাত ব্যক্তির মৃতদেহটি উদ্ধার করেছি। আমরা এখনো লাশ ময়নাতদন্তের জন্য পাঠাইনি। প্রথমিকভাবে ধারণা করা হচ্ছে, সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হতে পারে। লাশ শনাক্তের চেষ্টা চলছে। শনাক্ত হলে বিস্তারিত জানা যাবে।