না ফেরার দেশে দাঁড়িয়ালের চেয়ারম্যান এম এ জব্বার বাবুল
নিজস্ব প্রতিবেদক।।
বাকেরগঞ্জ উপজেলার ৩নং দাঁড়িয়াল ইউনিয়নের চেয়ারম্যান এম এ জব্বার বাবুল (৬০) ইন্তেকাল করেছেন( ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
গতকাল মঙ্গলবার রাত তিনটার দিকে বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এম এ জব্বার বাবুল মরহুম রুস্তুম আলি হাওলাদারের ছেলে ও দাঁড়িয়াল ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
আজ বুধবার ১১-৩০ মিনিটে মরহুমের জানাজা নামাজ কামারখালি কলেজ মাঠে অনুষ্ঠিত হবে। এরপরে ইউনিয়নের কালেঙ্গা গ্রামে তার নিজ বাড়িতে দাফন করা হবে বলে জানিয়েছেন স্বজনরা।