চরফ্যাশনে ২৮ জনের লক্ষাধিক টাকা জরিমানা
নিজস্ব প্রতিবেদক ॥ চরফ্যাশন উপজেলায় স্বাস্থ্যবিধি না মানায় এবং বিনা প্রয়োজনে ঘর থেকে বের হওয়ার অপরাধে ২৮ জনকে ১লাখ ২হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার পৌরশহরে পৃথক পৃথক ভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার রুহুল আমিন ও সহকারী কমিশনার (ভূমি) রিপন বিশ্বাস।
উপজেলা নির্বাহী অফিসার রুহুল আমিন ১৩ মামলায় ১৩জনকে ৫৭ হাজার টাকা এবং সহকারও কমিশনার ( ভূমি) রিপন বিশ্বাস ১৫ জনকে ১৫ টি মামলায় ৪৫ হাজার ৫০০ টাকা জরিমানা করেন ।
উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যামান আদালতের নির্বাহী অফিসার মোঃ রুহুল এ তথ্য নিশ্চিত করেছেন।