চরফ্যাসনে স্কুলছাত্রীকে অপহরণের মামলায় গ্রেপ্তার ১
নিজস্ব প্রতিবেদক ॥ ভোলার চরফ্যাসন উপজেলার দুলারহাটে দশম শ্রেণীতে পড়ুয়া এক স্কুলছাত্রীকে অপহরনের অভিযোগে অভিযান পরিচালনা করে অপহরনের দায়ে নাজমুল সাকিব নাইম (২০) নামের একজনকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছেন দুলারহাট থানা পুলিশ ।
সোমবার (৫ জুলাই) আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। গ্রেফতারকৃত নাজমুল সাকিব নাইম উপজেলার দুলারহাট থানার নুরাবাদ ৭নং ওয়ার্ডের মোঃ কামালের ছেলে।
রোববার (৪ জুলাই) চট্রগাম জেলার বাকলিয়া এলাকা থেকে অপহরণকারী সাবিককে গ্রেফতারসহ অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধার করে তার পরিবারের কাছে হস্তান্তর করেন পুলিশ। উদ্ধার হওয়ার পর স্কুল ছাত্রীর মা বাদী হয়ে অপহরনকারী সাকিবসহ ৫জনকে আসামী করে ওই দিন দুলারহাট থানায় একটি অপহরন মামলা দায়ের করেন।
ছাত্রীর পরিবার ও থানা সূত্রে জানা যায়, স্কুলে আসা যাওয়ার পথে দীর্ঘদিন অপহরনকারি সাকিব তার মেয়েকে প্রেমের প্রস্তাব দিয়ে বিভিন্ন ধরনের কু-প্রস্তাবসহ উত্তাক্ত করে আসছিল। বিষয়টি নিয়ে সাকিবকে একাধিকবার সতর্ক করা হয়েছিল। করোনাকালীন সময়ে স্কুল বন্ধ থাকায় ২৭ জুন তার মেয়ে কোচিংয়ে যাওয়ার জন্য ঘর থেকে বের হলে সাকিবসহ তার অন্যান্য আত্নীয়-স্বজন মিলে ওই স্কুলছাত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে সিএনজি যোগে জোর পূর্বক অপহরন করে চট্রগ্রাম নিয়ে যায়। এঘটনায় ওই দিন ছাত্রীর মা বাদী হয়ে দুলারহাট থানায় একটি সাধারন ডায়েরী করে। পুলিশ অভিযান পরিচালনা করে ৪ জুলাই চট্রগাম জেলার বাকলিয়া এলাকা থেকে অপহরনকারী সাবিককে গ্রেফতারসহ অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধার করে তার পরিবারের কাছে হস্তান্তর করে।
দুলারহাট থানার ওসি মোরাদ হোসেন জানান, অভিযান পরিচালনা করে অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধার করে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এবং অপহরনকারীকে গ্রেফতার পূর্বক তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন মামলা দায়ের করার পর তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’