কারাগারে থেকেও শ্যালকদের দ্বারা নিয়ন্ত্রন করছেন অস্ত্র ও মাদক ব্যবসা

দেশ জনপদ ডেস্ক | ১৮:২১, জুলাই ০৫ ২০২১ মিনিট

নিজস্ব প্রতিবেদক ॥  কারাগারে থেকেও শ্যালকদের দ্বারা নিয়ন্ত্রয় করে আসছেন অস্ত্র ও মাদক ব্যবসা। বরগুনার জেলার বেতাগী উপজেলার ফুলতলা গ্রামের মৃত জয়নাল আবেদীনের ছেলে মো: জাহেদ আল আবেদীন ওরফে রুবেল (৪০)। দীর্ঘদিন কারাগারে থেকেও বরিশাল নগরীর দক্ষিণ রূপাতলী, পুলিশ বাড়ী সড়ক, ২৪নং ওয়ার্ড এর বাসিন্দা -মোঃ আসলাম হাওলাদার এর দুই ছেলে মোঃ রাজীব হোসেন হাওলাদার (৩৫), মোঃ লোকমান হোসেন হাওলাদার (৩৮) এর মাধ্যমে তার বিশাল অস্ত্র ও মাদক ব্যবসার নিয়ন্ত্রয় করে আসছে। খোঁজ নিয়ে জানা যায়, নগরীর ২৪ নং ওয়ার্ডের বাসিন্দা -মোঃ আসলাম হাওলাদারের কন্যা নিপাকে বিয়ে করেন মো: জাহেদ আল আবেদীন ওরফে রুবেল। আর এই সম্পর্কের জোর ধরেই বরিশাল নগরীতে তার অস্ত্র ও মাদক ব্যবসা টিকিয়ে রাখতে ব্যবসার হাল তুলে দেন দুই্ শ্যালক এর কাছে। অপরদিকে এলাকার একাধিক ব্যাক্তির সাথে কথা আলাপকালে জানাযায়, মোঃ রাজীব ও মোঃ লোকমান এলাকায় এমন কোন অপকর্ম নেই যে তারা করেনি। ইতিপূর্বেও রুপাতলী এলাকার বেশ কয়েকটি পরিবারকে অবৈধ অস্ত্রের মুখে জিম্মি করে চাঁদার দাবি করে। স্থানীয়দের অভিযোগ অবৈধ টাকার জোরে প্রশাসনকে ম্যানেজ করে এমন কান্ড করে আসছে তারা। নাম প্রকাশ না করার শর্তে একাধিক ব্যক্তি বলেন, যে ওই এলাকায় কেউ নতুন জমি কিনে বাড়ি করতে গেলে তাদের কাছ থেকে মোটা অংঙ্কের টাকা চাঁদা দাবি করে এই অস্ত্র ও মাদক ব্যবসায়ী বাহিনী। নাম প্রকাশ না করার শর্তে একাধিক ব্যক্তি আরো বলেন, রাত যত গভীর হয় তার বাসায় মটরসাইকেলের আনোগোনাও তত বেড়ে যায়। আর এই সকল বিষয় নিয়ে মুঠোফোনে মো: রাজীব এর সাথে কথা বললে তিনি বলেন, আমি যা করি তার সকল বিষয়ে স্থানীয় রাজনৈতিক ব্যাক্তিত্বরা অবগত আছে। এই ঘটনায় এলাকাবাসী বরিশাল পুলিশ কমিশনারের সুদৃষ্টি কামনা করছেন। উল্লেখ্য গত ২০১৯ সালের ২৭ জুলাই ঢাকার খিলগাও থেকে বিপুল পরিমান অস্ত্র ও ইয়াবাসহ ডিবি পুলিশ গ্রেফতার করে এই মাদক ব্যবসায়ী মো: জাহেদ আল আবেদীন ওরফে রুবেল সহ তার আরো দুইজন সঙ্গীকে। যার মামলা নং-৩৪১/২০২০। পুলিশের রিমান্ডের স্বীকারোক্তিতে রুবেল বলেন, আমার বিপুল পরিমান ইয়াবা ও অস্ত্রের চালান আমার দুই শ্যালক রাজীব ও লোকমান বরিশালে থেকে নিয়ন্ত্রন করে। আসামীদের বিরুদ্ধে হওয়া অস্ত্রের মামলার পরবর্তী বিচারিক শুনানি ২৭ সেপ্টেম্বর ২০২১। ধার্য রয়েছে।