লালমোহনে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জরিপ নামে অর্থ বাণিজ্য
ভোলা প্রতিনিধি ॥ ভোলা জেলার লালমোহন উপজেলায় স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা প্রকৃত জরিপ নামে রমরমা বাণিজ্য চলছে। স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা বেতন না পেলেও মোটা অংকের ঘুষ দিতে হচ্ছে মুখবুঝে। কারো কোন প্রতিবাদ করার সুযোগ নেই। করলেই তার প্রতিষ্ঠানের নাম বাদ পড়ে যাবে এমনও হুমকি রয়েছে। সূত্রমতে জানা গেছে, লালমোহন উপজেলায় স্বতন্ত্র ২১৯ টি ইবতেদায়ী মাদ্রাসা রয়েছে। এছাড়াও বর্তমানে আরোও ১২টি যুক্ত হয়েছে। এসকল মাদ্রাসার প্রকৃত জরিপ নামে শিক্ষা অফিসের খরচ বাবদ চলমান প্রতিটি মাদ্রাসা থেকে ৮ হতে ১০ হাজার টাকা এবং যে প্রতিষ্ঠানের কোন অস্তিস্ত নেই ওই প্রতিষ্ঠানের কাছ থেকে ২০ হতে ৩০ হাজার টাকা পর্যন্ত ঘুষ নেয়ার অভিযোগ উঠেছে। এসকল টাকা উত্তোলনের নেতৃত্বে দিচ্ছে লালমোহন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার নেতা মৌলভী মো: নুর ইসলাম। এব্যাপারে লালমোহন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার নেতা মৌলভী মো: নুর ইসলাম বলে, এত টাকা নেইনা। অফিসের খরচ বাবদ কোন প্রতিষ্ঠান ৬ হাজার দেয় কেউ ৩ হতে ৪ হাজার টাকা দেয়। আমরা কোন প্রতিষ্ঠানকে বাধ্য করি না। আবার অনেক প্রতিষ্ঠান সুপারিশ করে কোন টাকা দেন না। এব্যাপারে লালমোহন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: আইয়ুব আলী জানায়, টাকা উত্তোলনের বিষয় আমরা কিছুই জানিনা। আমরা মাদ্রাসায় গিয়ে জরিপ করে চলে আসি। কেউ কিছু খাওয়াতে চাইলেও খাইনা। এব্যাপারে লালমোহন মাধ্যমিক শিক্ষা অফিসার মো: রফিকুল ইসলাম জানায়, আমরা কারোও কাছ থেকে ১ টাকাও নেইনা। কেউ যদি অফিসের খরচের কথা বলে টাকা উত্তোলন করে তাহলে তাদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহন করা হবে।