ভোলায় স্কুল ছাত্রীকে ধর্ষণ

কামরুন নাহার | ০০:৩২, ফেব্রুয়ারি ১৮ ২০২০ মিনিট

ভোলা প্রতিনিধি ॥ ভোলায় ঘরে ঢুকে সপ্তম শ্রেণির এক মাদ্রাসা ছাত্রীর সর্বনাশ করার অভিযোগ পাওয়া গেছে। গত রোববার ১৬ ফেব্র“য়ারি রাতে ওই ছাত্রীকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। ওই ছাত্রীর পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোলা সদর উপজেলার চরসামাইয়া ইউনিয়নের সাহেবের চর এলাকায় ওই ছাত্রীকে ঘরে রেখে তার মা রাতে স্থানীয় বাজারে ওষুধ কিনতে যান। এ সময় পাশের বাড়ির সেলিমের ছেলে রায়হান ওই ছাত্রীকে ঘরে একা পেয়ে সর্বনাশ করে। তার চিৎকারে স্থানীয়রা ছুটে আসলে রায়হান পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে ঘটনার খবর পেয়ে ভোলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মহসিন আল ফারুক ওই ছাত্রীকে দেখতে হাসপাতালে ছুটে যান। তিনি জানান, এ ঘটনায় অভিযুক্তকে আটকের চেষ্টা চলছে। ভোলা সদর হাসপাতালের সহকারী সার্জন ড. ইরফান চৌধুরী জানান, নির্যাতনের আলামত সংগ্রহ করা হচ্ছে।