তালতলীতে লকডাউন উপেক্ষা করে হাট বাজার

দেশ জনপদ ডেস্ক | ১৭:০২, জুলাই ০৪ ২০২১ মিনিট

নিজস্ব প্রতিবেদক ॥ বরগুনার তালতলীতে মহামারী করোনা ভাইরাসের লকডাউন ও স্বাস্থ্য বিধি মানছে না সাধারণ মানুষ ও পথচারীরা। হাট বাজার গুলোতে জনসমাগমের জমজমাট। উপজেলা শহরের বিভিন্ন অলিগলিতে কঠোর লকডাউন এর মধ্যেও ব্যাটারিচালিত অটোরিকশা, মিশুক ও নসিমন গাড়ি অবাধে দাপিয়ে বেড়াচ্ছে। যার কারণে কোনভাবেই সাধারণ মানুষ ও পথচারীদের ঘরে রাখা যাচ্ছে না। ব্যাটারি চালিত অটো রিস্কা গুলোর কারণে তীব্র যানজটের সৃষ্টি হয় এছাড়াও মানুষজন আগের মতোই স্বাভাবিকভাবে চলাচল করছে। দোকানপাট গুলো অর্ধেক শাটার নামিয়ে বেচাকেনা চলছে স্বাস্থ্যবিধি উপেক্ষা করে এসব করছে। এতে স্বাস্থ্যবিধি তোয়াক্কা করছেন না ক্রেতা, ব্যবসায়ী, পথচারী ও অটো ড্রাইভার কেউই। সরোজমিনে রবিবার (৪ জুলাই) সকালে দেখা যায়, করোনা ভাইরাস প্রতিরোধে লকডাউন থাকলেও সাপ্তাহিক বাজারকে কেন্দ্র করে উপজেলা শহরে সাধারণ মানুষের ঢল নেমেছে। তালতলী সদরে প্রতি (রবিবার) সাপ্তাহিক বাজার মিলে আর এ সময়টায় সাধারণ মানুষ ও পথচারীদের জনসমাগমে তীব্র যানজটের সৃষ্টি হয়। প্রচুর ভিড়ের কারণে সামাজিক দূরত্ব বজায় রাখা সম্ভব হচ্ছে না। এ অবস্থায় করোনার চরম ঝুঁকিতে রয়েছে পুরো উপজেলা। অন্যদিকে পুলিশ ও উপজেলা প্রশাসন কঠোর লকডাউনের কার্যক্রম পরিচালনা করছেন। প্রতিদিন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করলেও সাধারণ মানুষ কিছুতেই স্বাস্থ্যবিধি মানছে না। এ বিষয়ে তালতলী উপজেলা নির্বাহি অফিসার (ইউএনও) কায়সার হোসেন বলেন, প্রতিদিন উপজেলা প্রশাসন ও পুলিশের টহল চলছে ও ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হচ্ছে। কিন্তু সাধারণ মানুষ ও পথচারী প্রশাসনের নজরের বাইরে গেলেই আবার তারা রাস্তায় জনসমাগম সৃষ্টি করে। সাধারণ মানুষদের সচেতন হতে হবে তা না হলে কোন ভাবেই করোনা ভাইরাস থেকে রক্ষা পাওয়া যাবে না।