স্ত্রী-সন্তানকে হত্যা, স্বামীর সন্ধানে পুরস্কার ঘোষণা

দেশ জনপদ ডেস্ক | ১৬:৪৩, জুলাই ০৪ ২০২১ মিনিট

নিজস্ব প্রতিবেদক ॥ বরগুনার পাথরঘাটায় স্ত্রী ও ৯ মাসের কন্যা সন্তানকে হত্যার অভিযোগে ঘাতক শাহিন মুন্সীকে গ্রেফতারে অভিযান চালাচ্ছে পুলিশ, র‍্যাব ও ডিবি। শনিবার উপজেলার পূর্ব হাতেমপুর গ্রামে শাহিন মুন্সির স্ত্রী ও কন্যা সন্তান হত্যার শিকার হয়। পরে এদিন রাতেই নিহত সুমাইয়ার বাবা রিপন বাদশা বাদী হয়ে শাহিন মুন্সী, তার মা শাহিনুর বেগম ও মামাতো দেবর ইমাম হোসেনসহ ৬/৭ জনকে আসামি করে মামলা দায়ের করে। পুলিশ ঘটনার সাথে জড়িত সন্দেহে শাহিনের মা শাহিনুর বেগম ও মামতো ভাই ইমামকে গ্রেফতার করেছে। তবে পলাতক শাহিন মুন্সীর সন্ধানদাতাকে পুরস্কার ঘোষণা করেছে পাথরঘাটা পুলিশ। পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার  জানান, নৃশংস এই হত্যার প্রধান আসামি শাহিন মুন্সীকে গ্রেফতারে আমরা অভিযান অব্যাহত রেখেছি। র‍্যাব এবং ডিবি আমাদের সহযোগিতা করছে। এছাড়া যারা শাহিন মুন্সীর সন্ধান দিতে পারবে পুলিশ বিভাগের পক্ষ থেকে তাদের পুরস্কৃত করা হবে। নিহত সুমাইয়ার বাবা রিপন বাদশা বলেন, তার ৪টি সন্তানের মধ্য সুমাইয়া ছিল বড়। ৯ মাসের সামিরাই ছিল তাদের প্রথম নাতি। ৫ বছর আগে সন্তানরা মা হারায়। জোহরের নামাজের পরে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মা ও মেয়েকে দাফন করা হয়।