বাবুগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২৯টি মামলাসহ অর্থদন্ড ৮৮ হাজার

দেশ জনপদ ডেস্ক | ১৯:০৫, জুলাই ০৩ ২০২১ মিনিট

নিজস্ব প্রতিবেদক ॥ করোনার বিস্তার রোধে বাবুগঞ্জের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে লকডাউন (বিধিনিষেধ) অমান্য করায় ৮৮ হাজার ৬০০ টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে হোটেল-রেস্তোরাঁ ও ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখা, সড়ক-মহাসড়কে গাড়ি চালানো এবং অযথা ঘোরাফেরাসহ বিভিন্ন অপরাধে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে দায়েরকৃত ২৯টি মামলার বিপরীতে এসব অর্থদন্ডাদেশ দেওয়া হয়। বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আমীনুল ইসলামের ভ্রাম্যমাণ আদালত শুক্রবার সকাল থেকে শনিবার দুপুর পর্যন্ত উপজেলার বিভিন্ন সড়ক-মহাসড়ক ও হাট-বাজারে অভিযান চালিয়ে ২৬ ব্যক্তির বিরুদ্ধে ২৬টি মামলায় মোট ৬৭ হাজার ৬০০ টাকা অর্থদন্ড করেন। এদিকে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মিজানুর রহমানের নেতৃত্বে অপর একটি ভ্রাম্যমাণ আদালত শনিবার দুপুরে উপজেলার বাবুগঞ্জ বন্দরে বিভিন্ন খাবার হোটেলে অভিযান চালিয়ে ৩ ব্যবসায়ীর বিরুদ্ধে ৩টি মামলাসহ ২১ হাজার টাকা জরিমানা আদায় করেন। ভ্রাম্যমাণ আদালতের এসব অভিযান চলাকালে মাস্কবিহীন পথচারীদের অর্থদন্ড প্রদানের পাশাপাশি উপজেলা প্রশাসনের সৌজন্যে তাদের মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়। সরকারি বিধিনিষেধ বাস্তবায়নে বরিশাল জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশে মোবাইল কোর্টের এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান ইউএনও।