গৌরনদীতে লকডাউনে প্রসাশনের ব্যাপক তৎপরতা
নিজস্ব প্রতিবেদক ॥ বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস প্রতিরোধে সর্বাত্তক লকডাউনের তৃতীয় দিনে প্রশাসনের তৎপরতায় বরিশালে গৌরনদীতে মহাসড়কসহ বিভিন্ন সড়কে যানবাহন চলাচল ছিল খুবই কম। দোকান-পাট বন্ধসহ মানুষ ছিল ঘরমুখি। যান্ত্রিক চালিত যানবাহন সড়কে বের হলেই তাদের জিজ্ঞাসাবাদ করেন প্রশাসন। চালকরা সদুত্তর দিতে না পরলে তাদের করা হয় জরিমানা।
শনিবার সকালে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বিপিন চন্দ্র বিশ্বাস এর নেতৃত্বে গৌরনদী বাসস্ট্যান্ড এলাকায় মোবাইল কোর্ট অভিযান ও জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ট্রাফিক ইন্সপেক্টর আহাদ মিয়া, টিএসআই দিপক রায়সহ অন্যান্যরা।
অপর দিকে শুক্রবার বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আরিফুল ইসলাম প্রিন্স মোবাইল কোট অভিযান চালিয়ে ৮টি মামলায় ৯হাজার ৯০০ টাকা জরিমানা আদায় করেন।