বরিশালে তিনজনের কীটনাশক পান, একজনের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালের আগৈলঝাড়ার তিন স্থানে পারিবারিক কলহের কারণে কীটনাশক (বিষপান) পান করলে এর মধ্যে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়েছে।
স্থানীয় ও হাসপাতালে ভর্তিদের পারিবারিক সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের কারনে শুক্রবার (২ জুন) রাত দশটায় উপজেলার গৈলা ইউনিয়নের ভদ্রপাড়া গ্রামের আব্দুল হক সরদারের ছেলে নেয়ামুল সরদার (৩৪) ঘরে থাকা কীটনাশক পান করে।
নেয়ামুলকে মুমূর্ষ অবস্থায় আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে তাঁর অবস্থার অবনতি হলে শুক্রবার রাতেই উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়।
অন্যদিকে বৃহস্পতিবার বিকেলে উপজেলার রাজিহার ইউনিয়নের পূর্ব গোয়াইল গ্রামের গৌরাঙ্গ হালদারের ছেলে সজীব হালদার (১৮) পারিবারিক কলহের কারনে অভিমান করে ঘরে থাকা কীটনাশক পান করে।
সজিবকে প্রথমে মুমূর্ষ অবস্থায় আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে তাঁর অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরন করলে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে সজীব মারা যায়।