পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালের তত্বাবধায়ক করোনা আক্রান্ত
দেশ জনপদ ডেস্ক|১৮:৩৩, জুলাই ০৩ ২০২১ মিনিট
নিজস্ব প্রতিবেদক ॥ কোভিডডেডিকেটেড পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালের তত্বাবধায়ক ডা: আ: মতিন করোনা পজেটিভ সনাক্ত হয়েছেন।
পটুয়াখালী বক্ষ ব্যাধী হাসপাতালের রেপিড এন্টিজেন্ট টেস্টে তিনি পজেটিভ সনাক্ত হয়েছেন,বর্তমানে তিনি আইসোলেশনে রয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডা:লোকমান হাকিম।
এদিকে পটুয়াখালী সিভিল সার্জন অফিস সূত্রে জানা গছে,গত ২ দিনে জেলায় মোট আক্রান্ত ২৮ জন এবং মৃতের সংখ্যা ১জন। আক্রান্তদের মধ্যে ১ জুলাই ১৮ জন এবং ২জুলাই ১০ জন।
এদের মধ্যে কলাপাড়া উপজেলা হাসপাতালে গতকাল ২ জুলাই রেপিড এন্টিজেন্ট টেস্টে ৬ জনের নমুনা সংগ্রহ করা হলে ৬ জনই পজেটিভ সনাক্ত হন।এ নিয়ে জেলায় মোট আক্রান্ত ২৫১৩ জন এবং মৃতের সংখ্যা ৫৮ জন ।