পিরোজপুরে বিনামূল্যে অক্সিজেন ও অ্যাম্বুলেন্স সেবা চালু
দেশ জনপদ ডেস্ক|১১:৩৫, জুলাই ০৩ ২০২১ মিনিট
নিজস্ব প্রতিবেদক : করোনা আক্রান্তদের জীবন বাঁচাতে বিনামূল্যে অক্সিজেন ও অ্যাম্বুলেন্স সেবা চালু করা হয়েছে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায়। ফোন কল পেলেই নির্ধারিত স্থানে পৌঁছে যাবে এ সেবা।
ভান্ডারিয়া উপজেলা চেয়ারম্যান মিরাজুল ইসলামের ব্যক্তিগত উদ্যোগে উপজেলাবাসীর জন্য এই সেবা চালু করা হয়েছে। বিনামূল্যে অক্সিজেন ও অ্যাম্বুলেন্স সেবা বাস্তবায়নে কাজ করছে মিরাজুল ইসলাম ওয়েলফেয়ার ফাউন্ডেশন।
পিরোজপুর জেলাজুড়েই বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। বর্তমানে জেলা ও উপজেলা হাসপাতালগুলোর পাশাপাশি বাড়িতেও চিকিৎসা নিচ্ছেন আক্রান্তরা।
ফলে বাড়িতে থাকা রোগীদের অবস্থা প্রায়ই মুমূর্ষু হয়ে পড়লে প্রযোজন হয় অক্সিজেনের। রোগীদের এ প্রয়োজনীয়তা মেটাতে নিজ উদ্যোগে বিনামূল্যে এই সেবা চালু করেছেন মিরাজুল ইসলাম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মিরাজুল ইসলাম।