আগৈলঝাড়ায় কঠোর লকডাউন বাস্তবায়নে প্রসাশনের অভিযান
আগৈলঝাড়া প্রতিনিধিঃ মহামারী করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সারাদেশে কঠোর লকডাউনের প্রথম দিনে গতকাল বৃহস্পতিবার বরিশালের আগৈলঝাড়া উপজেলা প্রসাশন ও আইনশৃঙ্খলা বাহিনী উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনাসহ কঠোর নজরদারি করেছেন। আগৈলঝাড়া-পয়সারহাট মহাসড়কসহ বিভিন্ন সড়কে যান চলাচল ছিল খুবই কম। নিত্য প্রয়োজনীয় দোকান-পাট ছাড়া বিভিন্ন মার্কেট ও দোকান বন্ধ ছিল।
সরকার কর্তৃক ঘোষিত কঠোর লকডাউন কার্যক্রম যথাযথভাবে বাস্তবায়নসহ করোনাভাইরাস এর বিস্তার রোধকল্পে জনগণের মাঝে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে বৃহস্পতিবার বিকালে উপজেলার সদর বাজার, দাসের হাট, গৈলা বাজার, কালুরপাড়, পয়সারহাট বাজার, জোবারপাড়, বড়মগড়া বাজার, বাগধা বাজার, নাঘিরপাড়, আস্কর বাজার, বারপাইকা, সাহেবেরহাট, মোল্লাপাড়া, ছয়গ্রাম বাজারসহ জনসমাগমস্থলে মোবাইল কোর্ট পরিচালনা করেন ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আবুল হাশেম। এসময় সরকারী নির্দেশনা অমান্য করে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখায় আস্কর বাজারের এক ব্যবসায়ীকে ৫শত টাকা এবং সাহেবেরহাট বাজারে একজনকে ১ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনার সময় উপস্থিত ছিলেন আগৈলঝাড়া উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মাজহারুল ইসলাম, থানা পুলিশ, আনসার সদস্য, পেশকার সিদ্দিকুর রহমান।