আগৈলঝাড়ায় এনজিও সমন্বয় পরিষদের সভাপতির স্বামী পীযুষ মন্ডলের মৃত্যুতে শোক
আগৈলঝাড়া প্রতিনিধিঃ বরিশালের আগৈলঝাড়া উপজেলা এনজিও সমন্বয় পরিষদের সভাপতির স্বামীর মৃত্যুতে বিভিন্ন মহলের শোক। জানা গেছে, বুধবার বিকেলে উপজেলার ছবিখাঁরপাড় গ্রামের উপজেলা এনজিও সমন্বয় পরিষদের সভাপতি ও বেসরকারী উন্নয়ন সংস্থা বিভিডিও’র নির্বাহী পরিচালক সিসিলিয়া পারুল মন্ডলের স্বামী পীযুষ মন্ডল (৮০) বার্ধক্যজনিত কারনে নিজ বাড়িতে মৃত্যুবরন করে। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে, ১ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। গতকাল বৃহস্পতিবার সকালে গৈলা ইউনিয়নের ছবিখাঁরপাড় নিজ গ্রামের পারিবারিক কবরস্থানে সমাধি করা হয়। তার মৃত্যুতে গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবুল হাশেম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুশান্ত বালা, উপজেলা এনজিও সমন্বয় পরিষদের প্রধান উপদেষ্টা ফ্রান্সিস বেপারী, জেমস মৃদুল হালদার, এনজিও সমন্বয় পরিষদের সাধারন সম্পাদক কাজল দাশ গুপ্ত, কোষাধ্যক্ষ বদিউল আলম বাবুল, সদস্য জিএম ফারুক, প্রিন্স টনি ভদ্র, সাইফুল ইসলাম লিটন, মে. আমির হোসেন প্রমুখ।