আগৈলঝাড়ায় শিক্ষার্থীদের আইন সহয়তায় বির্তক প্রতিযোগিতা অনুষ্ঠিত
আগৈলঝাড়া প্রতিনিধিঃ বরিশালের আগৈলঝাড়ায় শিক্ষার্থীদের আইন সহয়তায় সচেতনতায় লিগ্যাল এইডের সহযোগিতায় বির্তক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। জানা গেছে, বুধবার বিকেলে উপজেলার বাইপাস সংলগ্ন প্রদীপ্ত মহিলা উন্নয়ন সমিতির অফিসে প্রমোটিং পিস এন্ড জাস্টিস (পিপিজে) আয়োজনে সরকারী খরচে আইনগত সহায়তা প্রদান বিষয়ে প্রচারনা বৃদ্ধিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পর্যায়ে ভিডিও প্রদর্শন, বির্তক রচনা প্রতিযোগিতা অনুষ্ঠানে নারী নেত্রী সুমা করের সভাপতিত্বে আইন সচেতনতায় লিগ্যাল এইডের সার্বিক সহযোগিতায় বির্তক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন লিগ্যাল এইডের বরিশাল সমন্বয়কারী আবুল মনসুর আব্দুল্লাহ, লিগ্যাল এইডের উপজেলা সমন্বয়কারী আনিচুর রহমান, বির্তক প্রতিযোগিতায় বিচারক শিক্ষক বিপুল চন্দ্র চৌধুরী, শিক্ষিকা দিপ্তী কনা জয়ধর। বির্তক প্রতিযোগিতায় অংশগ্রহন করেন শিক্ষার্থী জয় কান্তী রায়, অমিত মন্ডল, সুকান্ত বাড়ৈ, নীপা হালদার, অর্জিতা হালদার ও শ্রাবনী দত্ত।