লকডাউনে প্রসাশনের নজরদারিতে গৌরনদী, ১০টি মোটরসাইকেল জব্দ
গৌরনদী প্রতবিদেক ॥ মহামারী করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সারাদেশে কঠোর লকডাউনের প্রথম দিন বৃহস্পতিবার সকাল থেকে বরিশালের গৌরনদীতে উপজেলা প্রসাশন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ব্যাপক নজরদারি বৃদ্ধি করেছে। নিত্য প্রয়োজনীয় পণ্যের দোকান ব্যতিত বিপনী বিতানগুলো বন্ধ রয়েছে। বরিশাল-ঢাকা মহাসড়কসহ উপজেলার বিভিন্ন সড়কে যান চলাচল খুবই কম। সীমান্তবর্তী কালকিনি উপজেলার ভূরঘাটাসহ বিভিন্ন গুরুত্বপূর্ন স্থানে চেকপোষ্ট বসিয়েছে জেলা ও গৌরনদী হাইওয়ে পুলিশ।
উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ^াস জানান, মন্ত্রী পরিষদের নিদের্শনা মোতাবেক উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী রয়েছে তৎপর। উপজেলার বিভিন্ন সড়ক ও বিপনী বিতানগুলো বন্ধ করে দেয়া হয়েছে। অপরদিকে লকডাউনের নির্দেশনা না মানায় ও স্বাস্থ্য বিধি অমান্য করায় ১০টি মোটরসাইকেল জব্দ ও চারজন মোটরসাইকেল মালিককে এক হাজার দুইশ’ টাকা জরিমানা করা হয়েছে। বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী বাসষ্ট্যান্ড, বাটাজোর বাসষ্ট্যান্ড এলকায় অভিযান চালিয়ে মোটরসাইকেলগুলো জব্দ করা হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ আরিফুল ইসলাম প্রিন্স। এসময় উপস্থিত ছিলেন গৌরনদী মডেল থানার ওসি আফজাল হোসেনসহ অন্যান্যরা।