আগৈলঝাড়ায় ধান, গম, পাট বীজ উৎপাদন সংরক্ষণ বিতরণ প্রকল্পের মাঠ দিবস অনুষ্ঠিত

দেশ জনপদ ডেস্ক | ২০:৫১, জুলাই ০১ ২০২১ মিনিট

আগৈলঝাড়া প্রতিনিধিঃ বরিশালের আগৈলঝাড়ায় ধান, গম, পাট বীজ উৎপাদন সংরক্ষণ বিতরণ প্রকল্পের মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। জানা গেছে, বুধবার বিকেলে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজনে আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষক পর্যায়ে উন্নতমানের ধান, গম, ও পাট বীজ উৎপাদন সংরক্ষণ বিতরণ প্রকল্পের আওতায় বীজ সংরক্ষণের জন্য গৈলা ইউনিয়নের উওর শিহিপাশা গ্রামের কৃষক মাঠ স্কুলের ১৫ জন কৃষকদের মাঝে মাঠ দিবস অনুষ্ঠানে বস্তা বিতরণ করা হয়েছে। কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মেহেবুবা নার্গিস নিলার সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা জাফর ইকবাল।কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মেহেবুবা নার্গিস নিলা বলেন, ভাল বীজের মান নিশ্চিতকরনের জন্য বর্তমান সরকার কৃষকদের বীজ উৎপাদনে সক্ষম করে তুলতে কৃষকদের উদ্যোক্তা তৈরীর উদ্যোগ গ্রহণ করেছেন। এই উদ্যোক্তাদের বীজ উৎপাদন বৃদ্ধির মাধ্যমে কৃষকেরা যাতে মান সম্মত বীজ পায় সেজন্য প্রকল্পটি কাজ করছে। আশা করি কৃষকরা বীজ উৎপাদন করে এবং সঠিক ভাবে সংরক্ষণ করে বীজের ঘাটতি মেটাতে সক্ষম হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এসময় মাঠ দিবসে স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গসহ কৃষক/কৃষাণী উপস্থিত ছিলেন।