বেতাগীতে কঠোর বিধি নিষেধে সর্বাত্মক পালিত হচ্ছে লকডাউন

দেশ জনপদ ডেস্ক | ২০:০৫, জুলাই ০১ ২০২১ মিনিট

নিজস্ব প্রতিবেদক ॥ বরগুনার বেতাগীতে করোণা সংক্রমন প্রতিরোধে সরকার কর্তৃক ঘোষিত বিধি নিষেধে পৌরসভাসহ উপজেলার সর্বাত্মক পালিত হচ্ছে কঠোর লকডাউন। আজ বৃহস্পতিবার (১ জুলাই ২০২১) সকাল থেকে দুপুর পর্যন্ত পৌর শহরের কোথাও দোকান খুলতে দেখা যায়নি। জরুরি সেবা ছাড়া সকল দোকান ও অন্যান্য সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকতে দেখা গেছে। এছাড়া আইনশৃংখলার কাজে নিয়োজিত থানা পুলিশের টহল দিতে দেখা গেছে। দু‘একজন স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পড়ে জরুরি কাজে সড়কে দেখা গেছে। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ইতোমধ্যে গত দু’দিন ধরে পৌরসভা ও উপজেলার ইউনিয়নগুলোতে সাধারণ মানুষকে স্বাস্থ্যবিধি সম্পর্কে করোনা সংক্রমন প্রতিরোধে সচেতন করতে উপজেলা প্রশাসনেরর পক্ষ থেকে মাইকিং করেছে। এ বিষয় বেতাগী থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন,’ করোণার সংক্রমন প্রতিরোধে সকলের স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে এবং থানা পুলিশ বিভিন্ন সড়কে সর্বদা টহলে নিয়োজিত রয়েছে।’