চরফ্যাসনে লকডাউনের প্রথম দিনে ৩৩ জনকে জরিমানা

দেশ জনপদ ডেস্ক | ১৯:৪৪, জুলাই ০১ ২০২১ মিনিট

  নিজস্ব প্রতিবেদক ॥ করোনা পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে ৭ দিনের কঠোর লকডাউনের প্রথম দিনে চরফ্যাসন উপজেলা প্রশাসন ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করে ৩৩ জনকে ২৮টি মামলায় ৩৭ হাজার ৯০০টাকা অর্থদন্ড করা হয়েছে। বৃহস্পতিবার (১ জুলাই) বিকালে উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রুহুল আমিন জানান, চলমান ৭দিনের লকডাউনে প্রথম দিনে মাস্ক পরিধান না করা ও অকারনে ঘর থেকে বের হওয়ার দায়ে তাদেরকে অর্থদন্ড করা হয়েছে। এবং চলমান লকডাউনে এ অভিযান অব্যহত থাকবে।  এসময় উপস্থিত ছিলেন, সহকারি কমিশনার (ভূমি) রিপন বিশ্বাসসহ চরফ্যাসন থানা পুলিশ।