ছেলের সাথে কথা বলতে চাওয়ায় শ্বাশুরীকে মারধর করলো পুত্রবধু

দেশ জনপদ ডেস্ক | ১৯:৫৯, জুন ৩০ ২০২১ মিনিট

নিজস্ব প্রতিবেদক ॥ ছেলের সাথে মোবাইলে কথা বলতে চাওয়ায় পুত্রের বউ রিনা বেগম মারধর করলেন বৃদ্ধ শ্বাশুরী জয়তুন নেছা (৬৬) কে। শ্বাশুরী বোরহানউদ্দিন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা সেবা নেন। এ ঘটনায় বোরহানউদ্দিন থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। জয়তুন নেছা (৬৫) জানান, মেঝো ছেলে সাফিজল বিদেশে থাকে পুত্রের বউ রিনা বেগম বানিয়ে বানিয়ে আমাদের পবিরারের নামে মিথ্যা কথা বলে তাই মোবাইলে গত শুক্রবার ছেলের সাথে বলতে চাই। তখন বউ বলে কিসের কথা বলবেন। এক পর্যায় উত্তেজিত হয়ে আমাকে ধাক্কা দিয়ে ফেলে দেন। আমাকে মারধর করে আহত করেন। পুত্রের বউ রিনা ধাক্কায় মাথায় প্রচন্ড আঘাত পাই। পরে আমার ছোট মেয়ে উদ্ধার করে বোরহানউদ্দিন হাসপাতালে ভর্তি করে চিকিৎসা সেবা দেন। আমার মাথায় আঘাত পাওয়া সমস্যার কারনে পরিক্ষা নিরিক্ষা করেন। ৩ দিন পর হাসপাতাল হতে বাড়ীতে আসি। আমার পুত্রের বউ মারধর করে বাপের বাড়ীতে চলে যায়। আমাকে একটু হাসপাতালে দেখতেও যায় নি। এ ঘটনা থানায় গিয়ে অভিযোগ করেছি। আমি সঠিক বিচার চাই। আমি বৃদ্ধ হাটতে চলতে কষ্ট হয়। আমার কোমড়ে এখনও ব্যাথা করে। তিনি আরোও জানান, আমার ছেলে বিদেশ কামাই করে বউ’র নামে টাকা পাঠায় আমাদের দুই জনকে একটু খেতেও দেয় না। খুব কষ্টে দিন কাটাচ্ছি।এব্যাপারে রিনা বেগমের সাথে আলাপ করতে গিয়ে ঘর বন্ধ পাওয়া যায়। এব্যাপারে বোরহানউদ্দিন থানার ইন-চার্জ এর দায়িত্বরত এস.আই মোহাইমিনুল জানান, ডিউটি অফিসারের কাছে অভিযোগ দিয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।