কড়াপুরে চাচাতো ভাইদের হয়রানি করতে থানায় মিথ্যা অভিযোগ

দেশ জনপদ ডেস্ক | ১২:৩৬, জুন ২৯ ২০২১ মিনিট

নিজস্ব প্রতিবেদক।। চাচাতো ভাইদের হয়রানি করতে থানায় মিথ্যা অভিযোগ। ভুক্তভোগী পরিবার জানান, বরিশাল সদর উপজেলার ১নং রায়পাশা-কড়াপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মাখরকাঠি গ্রামের মৃত সাহেবআলি হাওলাদারের ছেলে খলিল হাওলাদার স্বজনদের হয়রানি করতে বিমানবন্দর থানায় মিথ্যা অভিযোগ দায়ের করেছেন। ভুক্তভোগী পরিবারে সামচুল আলম হাওলাদারের ছেলে ফারুক হাওলাদার (৪৬) বলেন, গতবছর ২৪-১০-২০২০ তারিখ আমার ছেলে রমজান হাওলাদার (১৫) কে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারধর করেন খলিল হাওলাদারের ছেলে হাসান (১৮)। সেদিন আমি বাদী হয়ে বরিশাল বিমানবন্দর থানায় অভিযোগ দায়ের করি। যাহার অভিযোগ নাম্বার ৯৪০। তখন বিষয়টি নিয়ে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাবিবুর রহমান খোকনের কাছে উভয়পক্ষ শালিসির জন্য গেলে তিনি আমাদের মিমাংশার কথা বললে উভয়ে রাজি হই। এরপরে চেয়ারম্যান শালিসের জন্য কয়েকবার তারিখ দিলে আসেননি খলিল গংরা। উল্টো গত সোমবার ২৮-০৬-২০২১ তারিখ খলিল আমাদের ৪/৫ জনের নামে একটি মিথ্যা অভিযোগ দিয়েছন। এই ঘটনার সঠিক তদন্তের দাবী করেছেন ভুক্তভোগী ফারুক হাওলাদার। এবিষয় রায়পাশা কড়াপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান খোকন বলেন, খলিল এবং ফারুক একই বাড়ির সম্পর্কে তারা চাচাতো ভাই। আমার কাছে তারা ঝগড়াঝাঁটির বিষয় নিয়ে এসেছিলো আমি কয়েকবার শালিসির তারিখ দিলেও খলিল গংরা আসেননি। এ বিষয়ে বিমানবন্দর থানার এএসআই ইউসুফ বলেন, খলিল হাওলাদার থানায় একটি সাধারণ ডায়রি করেছেন তদন্তকারী হিসেবে আমি ঘটনাস্থল গিয়েছি তবে উভয়পক্ষ ও ইউপি চেয়ারম্যানের সাথে কথা বলে বুঝলাম মূলত জায়গাজমি নিয়ে এদের বিরোধ। তিনি আরো বলেন, উভয়ে আপোষ-মিমাংশা না হলে আইনগত ভাবে যেটা আছে সেভাবেই চলবে।