রাজাপুরে শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক ॥ ঝালকাঠির রাজাপুর উপজেলায় নিজ ঘর থেকে মো. অন্তু মাতবর (১৭) নামে এক শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার রাত পৌনে ১১টার দিকে উপজেলার গালুয়া ইউনিয়নের শাহামিয়ার হাট এলাকায় নিজ কক্ষ থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত অন্তু নারায়ণগঞ্জের ফতুল্লার মো. শুক্কুর মাতবরের ছেলে ও উপজেলার শাহামিয়ার হাট এলাকার শরীফ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে কর্মরত শ্রমিক ছিল।
স্থানীয় গ্রামপুলিশ মো. সোহরাফ হোসেনসহ লিয়াকত, আনোয়ার, রাসেল জানান, রাত ৯টার দিকে ওয়ার্কশপের মালিক সুমন শরীফ অন্তুকে ফোনে না পেয়ে খুঁজতে খুঁজতে তার শয়নকক্ষে যায়। এ সময় অন্তুকে ঘরে বিছানার চাদর গলায় জড়িয়ে ফাঁস লাগানো অবস্থায় ঝুলতে দেখে চিৎকার দেন সুমন।
স্থানীয়রা বিষয়টি দেখে পুলিশে খবর দেন। পুলিশ রাতেই লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
রাজাপুর অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলাম বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা রেকর্ড করা হয়েছে। রোববার সকালে ময়নাতদন্তের জন্য লাশ ঝালকাঠি হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।