কুয়াকাটায় নির্মাণ কাজ শেষের আগেই বিধ্বস্ত গার্ডার ব্রিজ

দেশ জনপদ ডেস্ক | ১৯:৪৪, জুন ২৭ ২০২১ মিনিট

নিজস্ব প্রতিবেদক ॥ কুয়াকাটা পৌরসভার ৮ নং ওয়ার্ডের দোভাসীপাড়ায় নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই বিধ্বস্ত হয়ে পড়ল গার্ডার ব্রিজ। রবিবার সকালে ব্রিজটি ধসে পড়ল। পৌরসভার প্রকৌশলী মিজানুজ্জামান জানান, ২৮দিন আগে ব্রিজের স্লাবাটি ঢালাই দেয়া হয়। আজ রবিবার সকালে সেন্টারিং খুলছিল ঠিকাদারী প্রতিষ্ঠানের শ্রমিকরা, সেন্টারিং খোলার পরই ব্রিজটি ধসে পরেছে। ২০১৯-২০২০ অর্থবছরে ২০ মিটার দীর্ঘ ব্রিজটির টেন্ডার দেয়া হয়। দ্বীপ এন্টার প্রাইজ ঠিকদারি প্রতিষ্ঠান কাজটি করছিল। দুই কোটি ২৬ লাখ টাকা ব্যয়-বরাদ্দ রয়েছে ব্রিজটি নির্মাণে। দুই পাশের গার্ডার এখন পর্যন্ত পুরোপুরি নির্মাণ না হওয়ায় ব্রিজটি ধসে পড়তে পারে বলে ধারণা করছেন স্থানীয়রা। ২০২১ সালের জুন মাসে এই ব্রিজটির কাজ শেষ হওয়ার কথা ছিল। সম্পুর্ণ সরকারী অর্থায়নে এই ব্রিজটির নির্মাণ কাজ চলছিল। উর্ধতন কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তদন্ত কমিটি গঠণের প্রক্রিয়া চলছে। তদন্ত স্বাপেক্ষ আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানালেন পৌর কর্তৃপক্ষ।