বরিশালের বাজারে মানুষের ভিড়; বেড়েছে নিত্যপণ্যের দাম
দেশ জনপদ ডেস্ক|১৯:১২, জুন ২৭ ২০২১ মিনিট
নিজস্ব প্রতিবেদক ॥ কঠোর লকডাউনের খবরে বরিশালের বাজারঘাটে হুমড়ি খেয়ে পড়েছে মানুষ। এ কারণে প্রচুর ভিড় দেখা গেছে মুদী বাজার, কাঁচা বাজার এবং মাছের বাজারে। হঠাৎ চাহিদা বেড়ে যাওয়ায় বেড়েছে বিভিন্ন পন্যের দাম।
রবিবার সকালে নগরীর বাজারে রোডে গিয়ে ক্রেতাদের প্রচুর ভিড় দেখা গেছে। এছাড়া নগরীর অন্যান্য বাজার, কাঁচাবাজার এবং মাছ বাজারেও দেখা গেছে প্রচুর ভিড়।
ক্রেতারা বলছেন, লকডাউনে ঘরের বাইরে বের হওয়া যাবে না বলে শুনেছেন তারা। তাই লকডাউনকালীন খাদ্য মজুদ করতে বাজার করছেন তারা। শাটডাউন আরও দির্ঘায়িত হলে দুর্দশার শেষ থাকবে না বলে আশংকা করেন তারা।
এদিকে হঠাৎ বাজারে পন্যের চাহিদা বেড়ে যাওয়ায় বেড়েছে বিভিন্ন নিত্য পন্যের দাম। পিয়াজ, আলু, রসুন, আদাসহ অন্যান্য পন্যের দাম বেড়েছে গত দুইদিনে। অন্যন্য পন্যের দামও বাড়ার আশংকা করছেন বিক্রেতারা।
এই অবস্থা চলতে থাকলে ক্রেতাদের নাভিশ্বাস উঠবে বলে আশংকা করছেন ক্রেতারা। শুধু নিত্যপন্যের বাজার নয়, ব্যাংক-বীমা এবং সদর রোডেও স্বাভাবিক সময়ের চেয়ে অতিরিক্ত ভিড় দেখা গেছে।