নিজস্ব প্রতিবেদক ॥ মহামারী কোভিড-১৯ পরিস্থিতির অবহিতকরন এবং লকডাউন বাস্তবায়নে বরিশাল সিটি কর্পোরেশনের সর্বস্তরের নাগরিকদের সম্পৃক্তকরন সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ২৬ জুন বিকেল ৪ টায় বরিশাল নগরীর ক্লাবরোড অবস্থিত বরিশাল ক্লাবে সভাটি হয়।
এসময় বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র ও বরিশাল মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ বলেন, আসুন আমরা সুস্থ্য থাকি সবাইকে সুস্থ্য রাখি।
তিনি আরো বলেন, আমরা সবাই লকডাউন মেনে চললে যেমন আমরা উপকৃত হবো তেমনি সমাজও উপকৃত হবে।
তাই আসনু সবাই লকডাউন মেনে চলি। সভায় উপস্থিত ছিলেন বরিশাল মহানগর আওয়ামীলীগের সভাপতি এ্যাড. এ কে এম জাহাঙ্গীর হোসেন এবং সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র এ্যাড, রফিকুল ইসলাম খোকনসহ বরিশাল সিটি কর্পোরেশনের কর্মকর্তা ও বরিশাল মহানগর আওয়ামীলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।