নিজস্ব প্রতিবেদক ॥ পটুয়াখালীর বাউফলে রুনা আক্তার (৩০) নামে এক মানবপাচারকারীর নারী সদস্যকে আটক করেছে পুলিশ। শনিবার সকাল ৭টায় উপজেলার কারখানা ইউনিয়নের মান্দারবন গ্রাম থেকে তাকে আটক করা হয়। রুনা উপজেলার কাছিপাড়া ইউনিয়নের কারখানা গ্রামের আনোয়ার চৌকিদারের মেয়ে।
পুলিশ সূত্রে জানা যায়, রুনা একটি সংঘবদ্ধ মানব পাচারকারী দলের সদস্য। তিনি দির্ঘ বছর ধরে দেশের বিভিন্ন এলাকা থেকে নারীদের বিভিন্ন প্রলোভন দেখিয়ে বিদেশে পাচার করতো। রাজধানীর পল্টন থানায় মানব পাচার মামলার (নম্বর ০৭/১৫, ধারা ১৩/৭) ওয়ারেন্টভুক্ত আসামী রুনা আক্তার। তিনি দীর্ঘ দিন ধরে পলাতক ছিলেন।
বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) আল মামুন বলেন, গোপন সূত্রে খবর পেয়ে শনিবার সকাল ৭টার দিকে সহকারী উপ-পরিদর্শক শামীম হাওলাদারের নের্তৃত্বে একদল নারী পুলিশসহ রুনাকে উপজেলার মান্দারবন গ্রামে তার মামা বাড়ি থেকে গ্রেফতার করা হয়।