আগৈলঝাড়ায় বিষপানে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালের আগৈলঝাড়ায় পারিবারিক কলহের কারণে এসএসসি পরীক্ষার্থী বিষপান করে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে উপজেলার রাজিহার ইউনিয়নের বড় বাশাইল গ্রামের ব্রজেশ্বর ঘটকের মেয়ে বাশাইল মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী নুপুর ঘটক (১৬) পারিবারিক কলহের কারনে নিজেদের ঘরে থাকা কীটনাশক পান করে।
ব্রজেশ্বর ঘটক জানান, তুচ্ছ ঘটনা নিয়ে ঝগড়া হলে তার মেয়ে নুপুর ঘরে থাকা কীটনাশক পান করে অসুস্থ হয়ে পরে। আমরা নুপুরকে মুমূর্ষু অবস্থায় আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করি। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. জাহেদ হোসেন জানান, কীটনাশক পান করে এক স্কুলছাত্রী মুমূর্ষু অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসলে তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। কিন্তু রোগীর অবস্থার অবনতি হওয়ার কারনে উন্নত চিকিৎসার জন্য স্কুলছাত্রীকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
শনিবার সকালে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নুপুর ঘটক মৃত্যুবরণ করে। পুলিশ নুপুর ঘটকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে।