নিজস্ব প্রতিবেদক ॥ পিরোজপুরের নেছারাবাদের পূর্ব জলাবাড়ি গ্রামের একটি মাঠের মধ্য থেকে সুব্রত মিস্ত্রী শুভ ( ৪০) নামে এক ট্রাক্টর চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বিকালে ওই লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পিরোজপুর মর্গে পাঠিয়েছে পুলিশ । নিহত সুব্রত ওই গ্রামের সুশিল মিস্ত্রীর পুত্র।
সুব্রতের স্ত্রী নিপা মিস্ত্রীর দাবী তার স্বামী সুব্রত মিস্ত্রীকে ২৩ হাজার টাকার জন্য দিনেশ মন্ডল ও পবিত্র বড়াল হত্যা করে লাশ একটি বাগানে ফেলে রেখেছেন। তবে এলাকাবাসি জানান, ২৩ হাজার টাকার জন্য এই হত্যা কান্ড না কি দিনেশ মন্ডলের স্ত্রীর সাথে সুব্রতর পরকীয়ার কারনে এই হত্যা কান্ড ঘটতে পারে। নিহত সুব্রত মিস্ত্রী ট্রাক্টর দিয়ে অন্যের জমি চাষা বাদ করতেন।
নেছারাবাদ ও কাউখালী সার্কেলের সহকারী পুলিশ সুপার রিয়াজ হোসেন ও নেছারাবাদ থানার ওসি আবির মোহাম্মদ হোসেন ঘটনা স্থাল পরিদর্শন করেছেন।এ বিষয় দুই জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞত কয়েক জনকে আসামী করে নেছারাবাদ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন নিহতের স্ত্রী নিপা মিস্ত্রী।