বামনায় মোটরসাইকেল দূর্ঘটনায় ইউপি সদসসহ গুরুতর আহত ৪
মোঃ ওমর ফারুক সাবু, নিজস্ব প্রতিনিধি।।বরগুনারবামনা উপজেলা মোটরসাইকেল দূর্ঘটনায় ইউপি সদস্য মোঃ রেজাউলসহ আরও তিনজন গুরুতর আহত হয়েছে। শুক্রবার সকাল ১০ ঘটিকার সময় উপজেলা সদরের সোনাখালী বাজারে আগে মহাসড়কে এ দূর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ডৌয়াতলা ইউনিয়নের উত্তর কাকচিড়ার বাসিন্দা সদ্য নির্বাচিত ইউপি সদস্য মোঃ রেজাউল (৩২), একই গ্রামের মোঃ হেমায়েত (৫৩), মোঃ জুয়েল (২৬) মোটরসাইকেল যোগে মির্জাগঞ্জ ইয়ারউদ্দিন খলিফা সাহেবের মাজার শরীফে জুম্মার নামাজ আদায়ের উদ্দেশ্যে রওয়ানা দিলে সোনাখালী বাজার সংলগ্ন মহাসড়কে মিমি (৮) নামে একটি মেয়ে রাস্তাদিয়ে হঠাৎ দৌড়ে তাদের মোটরসাইকেলর সামনে এশে পরে। গাড়ি জোরে ব্রেক কষলেও বাইকটি মেয়েটিকে ধাক্কাদিয়ে সড়কের পাশের গাছের উপর গিয়ে পড়ে। ঘটনাস্থলে চারজনই রাস্তায় ছিটকস্থানীয় লোকজন আহতদের দ্রুত বামনা সদর হাসপাতালে নিয়ে আসে। আহতদের মধ্যে মোটরসাইকেল আরহী তিন জনের অবস্থা গুরতর হওয়া অক্সিজেন সহয়তায় তাদের এম্বুলেন্সযোগে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজে হাসপাতালে রেফার করা হয়। শিশু মিমিকে প্রথমিক চিকিৎসা শেষে বাড়িতে নিয়ে যাওয়া হয়।
বামনা থানার অফিসার ইনচার্জ মোঃ বশির উল আলম জানান আমি বিষয়টি অবগত হয়েছি, এখন পর্যন্ত কোন অভিযোগ পাইনি, অভিযোগ পেলে অবশ্যই ব্যবস্থা গ্রহন করা হবে।