পিরোজপুরে গৃহবধূকে আগুনে পুড়িয়ে হত্যার চেষ্টা

কামরুন নাহার | ০০:১৩, ফেব্রুয়ারি ১৬ ২০২০ মিনিট

পিরোজপুর প্রতিনিধি ॥ পিরোজপুর জেলার নাজিরপুরের চরখোলা গ্রামে এক গৃহবধূকে প্রতিপক্ষের লোকজন আগুনে পুড়িয়ে হত্যার চেষ্টা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঐ গৃহবধূর নাম শিউলি বড়াল(৩৭)। এ ঘটনায় মামলা করতে গেলে ভয়ভীতি ও হুমকি দিচ্ছে প্রতিপক্ষরা। যে কারনে থানায় মামলা করতে পারছেন না বলে জানান বলে জানান স্বামী অনিল বড়াল। বর্তমানে শিউলি বরিশাল শেবাচিম হাসপাতালের প্লাস্টিক ও বার্ণ ইউনিটে চিকিৎসাধীন রয়েছে। আহত সূত্রে জানাযায়, গত ৩ জানুয়ারি প্রতিপক্ষ বিভাস বড়ালের সাথে অনিলের কথা কাটাকাটি হয়। সেই সূত্র ধরে অনিলের উপর হামলা করে বিভাস, লিটন, তাপস সহ ৮-১০ জন। পরে স্থানীয়রা অনিলকে উদ্ধার করে পিরোজপুর হাসপাতালে ভর্তি করে। সে মামলার জন্য প্রস্তুতি নিচ্ছিল। তাই হামলাকারীদের বিরুদ্ধে যাতে মামলা করতে না পারে সে জন্য তাকে হুমকি দিতে থাকে। এ সময় তার স্ত্রী শিউলি বড়াল বাড়িতে একা থাকলে বিভাস ও তার স্ত্রী ইলা, বোন জামাই, লিটন সহ আরো ৪-৫জন মিলে হাত পা চেপে ধরে গ্যাসলাইট দিয়ে কাপড়ে আগুন ধরিয়ে দেয়। পরবর্তীতে সে পাশে থাকা খালে ঝাপ দিয়ে প্রান বাঁচান। সকালে পিরোজপুর হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরন করেন। বর্তমানে তার অবস্থা আশংঙ্খা জনক রয়েছে বলে জানিয়েছেন বার্ণ ইউনিটের কর্তব্যরত ইনচার্জ। তার দেহের প্রায় ৬০ ভাগ আগুনে পুড়ে গেছে। তাকে ঢাকা উন্নত চিকিৎসার জন্য পাঠানো পরামর্শ দিলেও অর্থ অভাবে যেতে পারছেন না বলে জানায় ব্রাদার লিংকন। নাজিরপুর থানার ওসি জানান, আগুন পোহতে গিয়ে শিউলি বাড়ালের শরিরে আগুন ধরেযায়। তার আপন ভাই কে ফাঁসানোর জন্য মামলা করতে চায়। অন্য দিকে স্বামী অনিলের অভিযোগ গরিব বলে তার মামলা নিচ্ছেনা পুলিশ। এবং যদি আগুন পোহাতে গিয়ে তার স্ত্রীর শরির অগ্নিদ্বগ্ধ হয় তাহলে সমস্ত শরির কিভাবে পুড়বে। আগুনের ঘটনা পরিকল্পিত বলে দাবি করেন অনিল।