থানাকে আরও আস্থার পরিবেশে রুপান্তর করতে হবে : পুলিশ কমিশনার
দেশ জনপদ ডেস্ক|২১:২১, জুন ২৩ ২০২১ মিনিট
নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল মেট্রোপলিটন পুলিশ পুলিশ কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম-বার বলেছেন, থানাকে আরও আস্থার পরিবেশে রুপান্তর করতে হবে। অফিসার ইনচার্জের কাছে এলে সেবার মান যতটা পাওয়া যায়, ডিউটি অফিসারের কাছেও যেন তদ্রূপ আস্থা ও ভরসার সাথে প্রত্যাশার সমান সেবা নিশ্চিত করতে হবে। আমরা ইউনিফর্মধারী প্রশিক্ষিত পুলিশ সদস্য। সরকারি আদেশ ব্যতিত সেচ্ছাধীন নয়। প্রতিমাসে ভালো কাজের স্বীকৃতি তথা সেবার মান হিসেবে বিভিন্ন খাতে উন্নত মানের বৈধ যত ধরনের সুযোগ ও পুরস্কার দিয়ে উৎসাহিত করে থাকি।
বুধবার (২৩ জুন) সকাল সাড়ে ১০ টায় বরিশাল পুলিশ লাইন্স মেট্রোপলিটন পুলিশের মাসিক কল্যাণ সভায় তিনি এসব কথা বলেন।
পুলিশ কমিশনার কল্যাণ সভার শুরুতেই সকল পুলিশ সদস্যদের বিবিধ কল্যাণে বিগত মাসের আবেদনের প্রেক্ষিতে গৃহীত সিদ্ধান্তের বাস্তবায়ন ও চলতি মাসের বিভিন্ন সদস্যদের আবেদনের প্রেক্ষিতে বিভিন্ন ধরনের কল্যাণমূলক সিদ্ধান্ত গ্রহণ করেন। এসময় তিনি সুষম খাদ্য, চিকিৎসা, শিক্ষা, আবাসনসহ নানান ধরনের কল্যাণ সাধন নিয়ে আলোচনার পাশাপাশি পুলিশের আচার-আচরণ, শৃঙ্খলা, ড্রেসরুল সহ নানাবিধ বিষয়ের উপর গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা দেন।