বাউফলে আ’ লীগের ৭২ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দেশ জনপদ ডেস্ক | ১৮:৩৮, জুন ২৩ ২০২১ মিনিট

মোঃ দুলাল হোসেন ,নিজস্ব প্রতিবেদক ॥ পটুয়াখালীর বাউফলে উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে আওয়ামীলীগের ৭২ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। আজ বুধবার বেলা সারে ১০ টায় বাউফল উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় জনতা ভবনে আওয়ামী লীগের ৭২ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মোসারেফ হোসেন খানের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির আসন অলংকৃত করেন জাতীয় সংসদের সরকারি প্রতিষ্ঠান কমিটির সভাপতি, সাবেক চীফ হুইপ আলহাজ্ব আ.স.ম. ফিরোজ (এমপি)। প্রধান অথিতির বক্তব্যে তিনি বলেন, আওয়ামীলীগ আছে বলেই বাংলাদেশের মানুষ সুখে-শান্তিতে বসবাস করতে পারছেন। আওয়ামী লীগ আছে বলেই বাংলাদেশ আজ বিশ্বমাণচিত্রে অন্যন্য শিখরে অবস্থান করছে। আওয়ামীলীগ প্রতিষ্ঠা করার উদ্দেশ্যেই ছিল দেশের গরিব-দু:খী মানুষের জীবন-মানের উন্নয়ন। বঙ্গববন্ধু সেই স্বপ্নই দেখেছিলেন। বাংলার মানুষের আস্থার জায়গা হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ। ১৯৬৬ সালে ছয় দফায় আওয়ামী লীগ সমর্থন দেয়। ১৯৭০ সালে জাতীয় নির্বাচনে একক সংখ্যাগড়িষ্ঠতা অর্জন করে আওয়ামী লীগ। এরপর বঙ্গবন্ধু আওয়ামী লীগের নেতৃত্বে স্বাধীনতা ঘোষণা করেন এবং বঙ্গবন্ধুর আহবানে বাংলার মানুষ মুক্তিযুদ্ধে অংশ নিয়ে দেশ স্বাধীন করেন। স্বাধীনতার পর ১৫ আগষ্টের ঘটনাসহ নানাবিধ চক্রান্তের জাল ভেদ করে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ এখন দেশ পরিচালনা করছে। শেখ হাসিনা জাতির জনক বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে সেই স্বপ্নকে বাস্তবে রুপ দিয়েছেন। এ সময় তিনি ২১ জুন অনুষ্ঠিত বাউফলের ৯টি ইউপি নির্বাচনে ৮টিতে নৌকা বিজয়ী হওয়ায় তাদেরকে অভিনন্দন জানান। একই সাথে নির্বাচনকে কেন্দ্র করে দলের মধ্যে সৃষ্ট মতবিরোধ দ্রুত ভুলে সম্মিলিতভাবে মানুষের জন্য কাজ করার নির্দেশনা দেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আবদুল মোতালেব হাওলাদার, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সামসুল আলম মিয়া, বাউফল পৌর আওয়ামী লীগের সভাপতি ইব্রাহিম ফারুক প্রমূখ। আলোচন শেষে আ.স.ম.ফিরোজের নেতৃত্বে উপজেলা আওয়ামী লীগ ও নবনির্বাচিত চেয়ারম্যানবৃন্দ উপজেলা চত্ত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।