গুলিবিদ্ধ মনির নিহতের ঘটনায় হত্যা মামলা দায়ের;গ্রেপ্তার ১

দেশ জনপদ ডেস্ক | ২২:৩৯, জুন ২১ ২০২১ মিনিট

  চরফ্যাশন প্রতিনিধি॥ ভোলার চরফ্যাশনে সোমবার ইউপি নির্বাচনে পুলিশের গুলিতে মনির (২২) নামের এক ব্যক্তি নিহত হওয়ার অভিযোগ উঠেছে। এছাড়া পৃথক পৃথক সংঘর্ষে অর্ধশতাধিক আহত হয়েছেন। আহতদের মধ্যে গুলিবিদ্ধ আলাউদ্দিনের অবস্থা আশঙ্কাজনক। উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের  মেম্বার প্রার্থী ইয়াছিন (ফুটবল), রুহুল আমিন (বৈদ্যুতিক পাখা) অভিযোগ করেন- প্রতিপক্ষ প্রার্থী ইউছুফ সিকদার (টিউবওয়েল)  প্রিজাইডিং অফিসারকে ম্যানেজ করে আমাদের এজেন্টদের বের করে  দেয় এবং তার সন্ত্রাসী বাহিনী পথে পথে ভোটারদের বাঁধা প্রদান করে  দফায় দফায় হামলা করে ১০/১২ জনকে আহত করেন। এরপর চর ফকিরা  কো-এইড প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের পুলিশ গুলি ছুড়ে, এতে মনির ও আলাউদ্দিন গুলিবিদ্ধসহ তিন জন গুলিবিদ্ধ হয়। তাদের চরফ্যাশন হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক মনিরকে মৃত ঘোষণা করেন এবং আলাউদ্দিনকে বরিশাল রেফার করেন। নিহত মনির উপজেলার হাজারীগঞ্জ ৫নং ওয়ার্ডের বশির উল্লাহর ছেলে। পেশায়  জেলে।  সে ফুটবল মার্কার প্রার্থী ইয়াছিনের সমর্থক। এ ঘটনায় নিহত মনিরের বাবা বশির উল্লাহ চরফ্যাশনের শশিভূষণ থানায় ১০ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেছেন।থানা পুলিশ রিয়াজ নামে এক ব্যাক্তিকে গ্রেপ্তার করেছেন বলে সত্যতা নিশ্চিত করেন ওসি রফিকুল ইসলাম।