বামনায় ৪ ইউপিতে নৌকা ২ স্বতন্ত্র ২ প্রার্থী জয়ী

দেশ জনপদ ডেস্ক | ২২:২৮, জুন ২১ ২০২১ মিনিট

    মোঃ ওমর ফারুক সাবু, নিজস্ব প্রতিনিধিঃ বরগুনার বামনা উপজেলার ৪ টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ২টি ইউনিয়নে সরকার দলীয় প্রার্থী ও ২টিতে স্বতন্ত্র প্রার্থী বেসরকারি ভাবে বিজয়ী হয়েছেন। বেসরকারী ভাবে বিজয়ীরা হলেন, বামনা সদর ইউনিয়নে সরকারদলীয় প্রার্থী (নৌকা) চৌধূরী কামরুজ্জামান বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ৮ হাজার ৮৫ ভোট তাঁর নিকটতম প্রতিদ্বন্দি প্রার্থী স্বতন্ত্র প্রার্থী এনায়েত কবির হাওলাদার পেয়েছেন ২০২০ ভোট। রামনা ইউনিয়নে সরকারদলীয় প্রাথী(নৌকা) মো. নজরুল ইসলাম বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ৫ হাজার ১২৩ ভোট, তাঁর নিকটতম প্রার্থী স্বতন্ত্র প্রার্থী (আনারস) মো. আ. খালেক জমাদ্দার পেয়েছেন ৪ হাজার ৩৬৫ ভোট।   এছারাও যে দুইজন স্বতন্ত্র প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন তারা হলেন, ডৌয়াতলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে বর্তমান চেয়ারম্যান মোহাম্মাদ মিজানুর রহমান (আনারস) পেয়েছেন ৭ হাজার ৭১৫ ভোট, তাঁর নিকটতম প্রার্থী (নৌকা) মো. কামরুল ইসলাম নিজাম মৃধা পেয়েছেন ২ হাজার ৬৪ ভোট। বুকাবুনিয় ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী (চশমা) মো. সাইদুর রহমান নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ৩ হাজার ৯৭৯ ভোট, তাঁর নিকটতম আরেক স্বতন্ত্র প্রার্থী লিটন মোল্লা পেয়েছেন ৩ হাজার ১০ ভোট।