নগরীতে বিএনপির বিক্ষোভ সমাবেশ

কামরুন নাহার | ২৩:৫৩, ফেব্রুয়ারি ১৫ ২০২০ মিনিট

নিজস্ব প্রতিবেদক ॥ বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এ্যাড, মজিবর রহমান সরোয়ার বলেছেন, দেশেই যদি গণতন্ত্র না থাকে সেদেশে স্বাধীনতার সুফল বয়ে আনা যায় না। আজ সরকারের প্রতি দেশের মানুষের কোন ধরনের বিশ্বাস ও আস্থা না থাকায় মানুষ ভোট কেন্দ্রে যেতে চায় না। মানুষ বুঝতে পেরেছে এদেশের ভোট আজকাল রাতে হয়, তাই তারা ভোট দিতে যায় না। তিনি আরো বলেন, ঢাকার সিটি নির্বাচনের পূর্বে বলা হয়েছিল কেন্দ্রের বাহিরে কেহ থাকতে পারবে না। কিন্তু নির্বাচনের দিন দেখা যায় ভোট কেন্দ্র সহ সর্বস্তরে সরকার দলীয় শত শত লোকজন কেন্দ্রের বাহিরে অবস্থান নিয়ে বসেছে। কেন্দ্র থেকে ভোটারদের তাড়িয়ে দেওয়ার ঘটনা সৃষ্টি করেছে তারা। আজ সরকারের পররাষ্ট্র নীতিহীনতার কারণে এদেশের মানুষ প্রতিদিন সীমান্তে গুলিবিদ্ধ হয়ে মারা যাচ্ছে, সরকার এর কোন প্রতিবাদ করতে পারছে না। আজ সরকার ও বিরোধী দলের মধ্যে কোন ধরনের সমন্বয় নেই। সংসদে এবিষয় নিয়ে কেউ কথা বলছে না। এছাড়া সংসদে যারা বিরোধীদল হয়ে বসে আছে তারাতো সরকাররে গৃহের একটি অংশ, তারা কথা বলার অধিকার হারিয়ে ফেলেছে। গতকাল শনিবার সকাল ১১টায় বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবীতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে বরিশাল মহানগর বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন। এসময় আরো বক্তব্য রাখেন মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মনিরুজ্জামান খান ফারুক, সৈয়দ আহসান কবীর হাসান,এ্যাড, আকতার হোসেন মেবুল, মহানগর শ্রমিকদল সম্পাদক ফয়েজ আহমেদ, যুবদল মহানগর সম্পাদক মাসুদ হাসান মামুন, স্বেচ্ছাসেবক দল মহানগর সভাপতি মাহবুবুর রহমান পিন্টু ও মহানগর মহিলা দল নেত্রী শামিমা আকবর প্রমুখ। এর পূর্বে সকাল সাড়ে ১০টায় অশ্বিনী কুমার হল চত্বরে একই কর্মসূচি পালন করে বরিশাল দক্ষিণ জেলা ও বরিশাল উত্তর জেলা বিএনপি। দক্ষিণ জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব এবায়েদুল হক চাঁনের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপি নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য মেজবা উদ্দিন ফরহাদ, জেলা বিএনপি সম্পাদক এ্যাড, আবুল কালাম শাহিন, সাবেক সংসদ ও জেলা বিএনপি নেতা এ্যাড, আঃ রসিদ খান,এ্যাড, নাজিম উদ্দিন আহমেদ পান্না, যুবদল উজিরপুর বিএনপি সভাপতি আঃ মন্নান মাস্টার, মেহেন্দিগঞ্জ পৌর বিএনপি সভাপতি জিয়া উদ্দিন সুজন, জেলা যুবদল সম্পাদক এ্যাড, তছলিম উদ্দিন। সমাবেশে কোতয়ালী বিএনপি সম্পাদক আনোয়ার হোসেন লাবু, সহ-সভাপতি আলহাজ নুরুল আমিন, আরহাজ্ব মন্টু খান, বাকেরগঞ্জ বিএনপি নেতা নাসির জমাদ্দার, সহ জেলা স্বেচ্ছাসেবকদল, জাসাস, মহিলা দল, জেলা ছাত্রদল সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ অংশ গ্রহণ করেন।