বোরহানউদ্দিনে পানিতে ডুবে শিশুর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক ॥ ভোলার বোরহানউদ্দিনে পানিতে ডুবে মো. মমিন (৩) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১৯ জুন) সকালে উপজেলার সাচড়া ইউনিয়নের আকবর ভিটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মমিন ওই এলাকার মুদি ব্যবসায়ী মোর্শেদ বাবুর্চির ছেলে।
স্থানীয়রা জানায়, সকালে শিশুটি বাড়ির পাশে ডোবায় পড়ে যায়। শিশুটির বাবা তাকে না পেয়ে অনেক খোঁজাখুঁজির এক পর্যায়ে ঘরের পিছনে থাকা ডোবার পানিতে তাকে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে উদ্ধার করেন। পরে তাকে বোরহানউদ্দিন হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সাচড়া ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মো. মহিবুল্ল্যাহ বলেন, পানিতে ডুবে একটি শির মৃত্যু হয়েছে বলে শুনেছি।