বরিশালে র‍্যাবের অভিযানে নারী মাদক ব্যবসায়ী আটক

দেশ জনপদ ডেস্ক | ১৭:৫১, জুন ১৯ ২০২১ মিনিট

নিজস্ব প্রতিবেদক ॥  বরিশাল নগরীর ২৫ নং ওয়ার্ডের রূপাতলী পেট্টোল পাম্প এলাকায় অভিযান চালিয়ে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করে। শুক্রবার রাত ১০ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয় বলে নিশ্চিত করেছে র‍্যাবের মেইল বার্তায়। জানা গেছে আটককৃত নারী ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার ছোট পরমহল গ্রামের সোহেল হাওলাদারের স্ত্রী সাজদো আক্তার@ সাথী(৩০)। তার কাছ থেকে ৯২৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এঘটনায় বরিশাল কোতয়ালী মডেল থানায় র‍্যাব-৮, বরিশাল সিপিএসসির ডিএডি মোঃ সাইফুল ইসলাম বাদী হয়ে বরিশাল জেলার কোতয়ালী থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন।