বরিশাল আইনজীবী সমিতি নির্বাচনের ফলাফল প্রত্যাখান, পুনঃনির্বাচন দাবি

কামরুন নাহার | ২৩:২৭, ফেব্রুয়ারি ১৫ ২০২০ মিনিট

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল জেলা আইনজীবী সমিতির নির্বাচনী ফলাফল প্রত্যাখান করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম জেলা শাখা। গতকাল শনিবার বিকেলে জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে গত ১৩ ফেব্র“য়ারি অনুষ্ঠিত নির্বাচনের ফলাফল বাতিল করে পুনঃনির্বাচন দাবি করা হয়েছে। এ দাবি মানা না হলে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ঘোষিত ফলাফলের বিরুদ্ধে আইনী পদক্ষেপ নেবেন। গত ১৩ ফেব্র“য়ারি অনুষ্ঠিত জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি-সম্পাদকসহ ১০টি পদে বিজয়ী হয়েছে আওয়ামী লীগ সমর্থিত প্যানেল। বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্যানেল থেকে সদস্য পদে একজন মাত্র বিজয়ী হন। সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সমর্থিত সভাপতি প্রার্থী অ্যাডভোকেট মজিবর রহমান নান্টু। তিনি অভিযোগ করেন, জেলা আইনজীবী সমিতির মোট ভোটার সংখ্যা ছিল ৮৬৬ জন। এর মধ্যে ৭৬০ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেন। বাতিল হয়েছে ৪টি ভোট। অথচ ৪ জন সভাপতি প্রার্থীর প্রাপ্ত ভোট এবং বাতিল হওয়া ৪টি ভোট যোগ করলে দেখা যায় কাস্টিং ভোটের সংখ্যা ৭৬৯টি। অর্থ্যাৎ কাস্টিং ভোটের চেয়ে ৯টি ব্যালট বেশি পাওয়া যায়। অভিযোগ করা হয় ওই ৯টি ব্যালট বারবার ভোটারদের হাতে বদল হয়েছে। লিখিত বক্তব্যে আরো অভিযোগ করা হয়- রাজনৈতিক প্রভাব খাটিয়ে আওয়ামী লীগ সমর্থিত প্যানেলের নেতৃবৃন্দ তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে সাধারণ ভোটারদের বাধ্য করেন। লিখিত বক্তব্যে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি প্রার্থী অ্যাডভোকেট মজিবর রহমান নানটু অভিযোগ করেন, এ বছর প্রথম তারা ভোটের দিন কোন এজেন্ট দিতে পারেননি। একটি গোয়েন্দা সংস্থার দুই জন প্রতিনিধি দীর্ঘসময় ভোট প্রদানের গোপন কক্ষে অবস্থান করেন। নির্বাচন উপ-পরিষদ নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে দাবি করে অ্যাডভোকেট মজিবর রহমান নান্টুু বলেন, নির্বাচন উপ-পরিষদ থেকে একাধিক ফলাফল সিট দেওয়া হয়েছে। যাতে বড় ধরনের গড়মিল ধরা পড়েছে। একটি ফলাফল সিটে দেখা গেছে, আওয়ামী লীগ সমর্থিত প্যানেলের সভাপতি প্রার্থী অ্যাডভোকেট আফজালুল করিম পেয়েছেন ৪২২ ভোট, আবার দ্বিতীয় ফলাফল সিটে দেখানো হয়েছে তিনি পেয়েছেন ৪৩২ ভোট। ক্ষমতাসীন দলের প্রভাব খাটিয়ে নির্বাচন উপ-পরিষদ একটি প্রহসনের নির্বাচন অনুষ্ঠিত করেছেন। তাই জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম এ নির্বাচনের ফলাফল প্রত্যাখান করে পুনঃনির্বাচন দাবি করছে। এসব অভিযোগের বিষয়ে জেলা আইনজীবী সমিতির নির্বাচন উপ-পরিষদের আহ্বায়ক অ্যাডভোকেট মজিবর রহমান বলেন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের অভিযোগ অসত্য। নির্বাচনে কোন অনিয়ম হয়নি। বরিশাল আইনজীবী সমিতির গঠনতন্ত্রে পুনঃনির্বাচনের কোন সুযোগ নেই। বরং তারা চাইলে ভোট পুনঃগণনা করা যেতে পারে। সাংবাদিক সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বরিশাল জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট মহসিন মন্টু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক প্রার্থী অ্যাডভোকেট মির্জা মোঃ রিয়াজ হোসেন, বিএনপি সমর্থিত সিনিয়র আইনজীবী নাজিম উদ্দিন পান্না, হাফিজ আহম্মেদ বাবলু প্রমুখ।