চরফ্যাশনের বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে রাজ মেস্ত্রীর মৃত্যু
চরফ্যাশন প্রতিনিধি।।ভোলার চরফ্যাশনের নীলকমল ঘোষের হাট সংলগ্ন রাস্তায় শুক্রবার (১৮ জুন) সকালে পল্লী বিদ্যুৎ এর ছেঁড়া তারে জড়িয়ে নজরুল ইসলাম (২৫) নামের এক রাজ মেস্ত্রীর মৃত্যুর হয়েছে।
নিহত নজরুল ইসলাম উপজেলার চরমাদ্রাজ ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বাসিন্দা আঃ মুনাফের ছেলে ।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, নজরুল ইসলাম নীলকমল ইউনিয়নে বাংলা বাজার সংলগ্ন একটি পাকা ভবনে রাজমিস্ত্রীর কাজ করেন। শুক্রবার সকাল সাড়ে ১০টায় মোটরসাইকেল যোগে বাড়ির উদ্দেশ্য রওনা করে ঘোষের হাট বাজারের উত্তর পাশে রাস্তার উপর পড়ে থাকা বিদ্যুতের ছেঁড়া তাঁর মোটরসাইকেলের চাকায় পেঁচিয়ে নজরুল ইসলাম বিদ্যুৎস্পষ্টে ঘটনাস্থলে মারা জান। দুলারহাট থানার ওসি মো.মুরাদ হোসেন জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্থান্তর করা হয়েছে।