বরিশালের ফেন্সি আজিম শটগানসহ পাথরঘাটায় আটক

দেশ জনপদ ডেস্ক | ২৩:৫৭, জুন ১৭ ২০২১ মিনিট

নিজস্ব প্রতিবেদক।। বরিশাল নগরীর এক সময়ের নামকরা ফেন্সিডিল ব্যবসায়ী ভাটিখানার মৃত আলতাব হোসেনের ছেলে ফেন্সি আজিমকে শটগানসহ আটক করেছে পাথরঘাটা থানা পুলিশ। জানা যায়, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বরগুনা জেলার কাকচিরা ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী শাহাজাহন পালোয়ানের ঘোড়া মার্কার কর্মী হিসেবে নির্বাচনী প্রচরনায় অংশ নেয়।গতকাল ইউনিয়নের ফকির বাজার এলাকায় নির্বাচনী সভা চলাকালীন শটগান নিয়ে মহড়া দিচ্ছিলেন তিনি। এমন খবরের ভিত্তিতে সভা শেষে অভিযান চালিয়ে তাকে আটক করে পাথরঘাটা থানা পুলিশ। এসময় তার কাছ থেকে একটি শর্টগান ও পাঁচ রাউন্ড গুলি জব্দ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আবুল হোসেন। তিনি বলেন, নির্বাচনী এলাকায় প্রকাশ্যে অস্ত্র নিয়ে ঘোরাঘুরি করার সময় তাকে আটক করা হয়। এ ঘটনায় পাথরঘাটা থানায় আজিমের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন পুলিশ। বিষয়টি নিয়ে এলাকায় বেশ চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরী হয়েছ। কাকচিরা ইউনিয়নের একাধিক ব্যক্তি জানান, গত কয়েকদিন যাবত এই আজিম কাকচিরা ইউনিয়নে প্রকাশ্যে অস্ত্র নিয়ে মহড়া দিয়েছেন। এতে করে এলাকায় আতংক বিরাজ করছে। তার এই আটকের খবরে এলাকায় অনেকটা স্বস্তি ফিরে এসেছে। এদিকে জব্দকৃত অস্ত্রটি নিজের বলে দাবি করেন আজিম। এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার পাথরঘাটা সার্কেল তোফায়েল হোসেন সরকার জানান, আটককৃত ব্যক্তি নিজের লাইসেন্সকৃত অস্ত্র নিয়ে নির্বাচনের সময় ঘোরাঘুরি করার কারণে তাকে আটক করা হয়েছে। যেহেতু নির্বাচনকালীন সময়ে অস্ত্রের প্রদর্শনী সম্পূর্ণ নিষিদ্ধ। একারণে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হয়েছে। উল্লেখ্য, গতবছর ইয়াবার বড় চালানসহ এই আজিমকে আটক করে বরিশাল কোতোয়ালি থানা পুলিশ। এছাড়াও একাধিক মাদক ও অস্ত্র মামলা রয়েছে বরিশাল নগরীর ফেন্সি সম্রাট এই আজিমের বিরুদ্ধে।