বরিশালে ভূ-পৃষ্ঠস্থ পানির যৌক্তিক ব্যবহার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
দেশ জনপদ ডেস্ক|১৮:৩৫, জুন ১৭ ২০২১ মিনিট
নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালে ‘জলবায়ু সহিষ্ণু ভূ-পৃষ্ঠস্থ পানি ব্যবস্থাপনার মাধ্যমে বাংলাদেশের দক্ষিনাঞ্চলে পানির যৌক্তিক ব্যবহার’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দিনভর বরিশাল নগরীর সাগরদী ধান গবেষনা ইন্সটিটিউটের হলরুমে কৃষি মন্ত্রনালয়ের ‘স্মল হোল্ডার এগ্রিকালচারাল কমপিটিটিভনেস প্রকল্পের’ উদ্যোগে এই সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) চেয়ারম্যান ড. অমিতাভ সরকার। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিএডিসির প্রধান প্রকৌশলী (ক্ষুদ্র সেচ) মো. লতিফুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন প্রকল্প পরিচালক মো. আইউব আলী।
বিএডিসির সদস্য পরিচালক মো. জিয়াউল হকের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি ছিলেন বরিশাল কৃষি সম্প্রসারন অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মো. তাওফিকুল আলম, বাংলাদেশ কৃষি গবেষনা ইন্সটিটিউটের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা মো. রফি উদ্দিন এবং বাংলাদেশ ধান গবেষনা ইন্সটিটিউটের মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা মো. আলমগীর হোসেন।
এছাড়া ঝালকাঠী কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক মো. ফজলুল হক, পটুয়াখালী কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক একেএম মহিউদ্দিন, বরিশাল বিএডিসি’র নির্বাহী প্রকৌশলী চঞ্চল মিস্ত্রি, লালমোহন উপজেলা কৃষি কর্মকর্তা এএফএম শাহাবুদ্দিন এবং সাংবাদিক রাহাত খান সেমিনারে বক্তব্য রাখেন।
সেমিনারে অতিথিরা বলেন, এক কেজি ধান উৎপাদন করতে ৩ হাজার থেকে ৩ হাজার ২শ লিটার পানির প্রয়োজন হয়। গত ১০ বছরে বরিশাল অঞ্চলে ৩৫ হাজার হেক্টর জমি ইরিগেশনের আওতায় এসেছে। ধান উৎপাদনে বাংলাদেশ পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম দেশ। আগামী দিনে ধানের উৎপাদন বাড়াতে ভূ-পৃষ্ঠস্থ পানির সদ্যবহারের উপর গুরুত্বারোপ করেন বিশেষজ্ঞরা। ভূ-পৃষ্ঠস্থ পানির সুষ্ঠ ব্যবহারের লক্ষ্যে ‘স্মল হোল্ডার এগ্রিকালচারাল কমপিটিটিভনেস প্রকল্প’ বাস্তবায়নে সহযোগীতা করছে কৃষি সম্প্রসারন অধিদদপ্তর, বাংলাদেশ কৃষি গবেষনা ইন্সটিউটিট, বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন এবং কৃষি বিপনন অধিদপ্তর।
সেমিনারে ভ‚-পৃষ্ঠস্থ পানির সুষ্ঠু ব্যবহারের জন্য সংশ্লিস্ট সব কর্তৃপক্ষের চলমান প্রকল্প দ্রæত বাস্তবায়নের তাগিদ দেন প্রধান অতিথি বিএডিসির চেয়ারম্যান ড. অমিতাভ সরকার।
বরিশাল বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলার কৃষি সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং কৃষকসহ ৫০ জন ব্যক্তি সেমিনারে অংশগ্রহন করেন।